adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএল ম্যাচ ফিক্সিংয়ের রায় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে

image_48632.57278_222222বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের রায় এই মাসের ২৭ ও ২৮ তারিখে পড়া হবে বলে জানা গেছে। ক্রিকইনফো এক প্রতিবেদনে বিষয়টি জানায়। ওই প্রতিবেদনে আরো জানানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই রায়টি ঘোষণা করবে। গেল জানুয়ারি মাসের ১৯ তারিখে বিপিএলে স্পট ফিক্সিং ও ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত ৯ জনের শুনানি শুরু হয়। এই সময়ে অভিযুক্তরা ঢাকার গুলশানে অনুষ্ঠিত ট্রাইবুনাল ভবনে সশরীরে হাজিরা দেন। এই শুনানিতে সবার আগে হাজিরা দেন ইংলিশ ক্রিকেটার ড্যারেন স্টিভেনস। পরে একে একে হাজির হন মোহাম্মদ আশরাফুল ও মোশাররফ হোসেন রুবেলরাও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৬ নম্বর অনুচ্ছেদের দুর্নীতিবিরোধী অবস্থানের ভিত্তিতে এই রায়টি ঘোষণা করা হবে বলে জানা গেছে। যেহেতু সব ধরনের আইনি প্রক্রিয়ার পর রায় ঘোষণা করা হবে সেহেতু এই শুনানি প্রক্রিয়ার সময় অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। প্রসঙ্গত, ৯ অভিযুক্তের মধ্যে সাতজনের বিরুদ্ধে সরাসরি ও দুজনের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ফিক্সিং ইস্যুতে ব্যাখ্যা প্রদান করতে না পারার কারণে চার্জ গঠন করা হয়েছিল।

২০১৩ সালের মে মাসে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ম্যাচ ফিক্সিং হয়েছে এই বিষয়টি সর্বপ্রথম জনসমক্ষে আসে। কারণ, ওই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ও অপরাধ বিভাগ শাখা বাংলাদেশি এক ক্রিকেটারকে উল্লিখিত বিষয়ে জেরা করে। পরে আশরাফুল ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি স্বীকার করেন। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া