adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএল আয়োজনে বড় সমস্যা তৈরি করবে পাকিস্তান, ফাঁস হল পিসিবির পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক : আইসিসির পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) ক্যালেন্ডারে আইপিএলে আড়াই মাসের উইন্ডো দেওয়ার প্রস্তাবের বিষয়ে বাকি বোর্ডের সাথে কথা বলবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ পিসিবি এটি বিশ্বাস করে যে আইপিএল-এর এই দীর্ঘ টুর্নামেন্টে আন্তর্জাতিক ক্রিকেটে বিরূপ প্রভাব পড়বে। অনেক আন্তর্জাতিক সিরিজের উপর এর প্রভাব পড়তে পারে বলে মনে করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিসিসিআই সচিব জয় শাহ পিটিআই-এর সাথে একটি বিশেষ কথোপকথনে বলেছিলেন যে ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এফটিপি চক্রে আইপিএলের জন্য আড়াই মাসের একটি উইন্ডো থাকবে।

জয় শাহ বলেছিলেন, আগামী এফটিপি চক্র থেকে আইপিএলের জন্য আড়াই মাসের একটি উইন্ডো থাকবে যাতে সমস্ত শীর্ষ আন্তর্জাতিক ক্রিকেটাররা এতে খেলতে পারেন। আমরা অন্যান্য বোর্ড এবং আইসিসির সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছি। তবে এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়া দরকার বলে মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পিসিবির একটি সূত্র জানিয়েছে, আইসিসি বোর্ড জুলাইয়ে বার্মিংহাম কমনওয়েলথ গেমসের সাইডলাইনে বৈঠক করবে এবং বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
পিসিবির একজন আধিকারিক বলেছেন যে ক্রিকেটে অর্থ আসছে দেখে ভালো লাগছে, তবে আইপিএলের জন্য প্রতি বছর শীর্ষ ক্রিকেটারদের পুরোপুরি বুক করার বিসিসিআই পরিকল্পনা আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজে বিরূপ প্রভাব ফেলবে। ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে অন্তর্ভুক্ত করা হয়নি। হিন্দুস্তানটাইমস, সম্পাদনা : এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া