adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি বড় সমাবেশের চিন্তা করছে

2015_07_08_04_43_12_VGRWsogWBpcGy2WZ9w1NTEHiDdxx78_originalডেস্ক রিপোর্ট : দল পুনর্গঠন শেষে বড় ধরনের সমাবেশে করার কথা জানিয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘গণতন্ত্র পুনঃউদ্ধারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের প্রস্তুতি চলছে। দল পুনর্গঠন করে বড় ধরনের সমাবেশ করে আন্দোলন শুরু করা হবে।’
মঙ্গলবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাতাবাষির্কী উপলক্ষে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, ‘সরকার সভা-সমাবেশ করতে দেয় না। দল পুনর্গঠনে নানাভাবে বাধা দিচ্ছে। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে রাখা হয়েছে। এখনো নতুন নতুন মামলা দেয়া হচ্ছে। সরকার সারাদেশকে কারাগার বানিয়ে ফেলেছে।’
তিনি বলেন, ‘সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকার ব্যর্থ হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং নেই। তারা লুটপাটে ব্যস্ত রয়েছে। জনগণের দুর্ভোগে সরকারে জবাবদিহিতা নেই। কারণ, তারা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই।’ 
বিএনপির এই নেতা বলেন, ‘শেখ মজিবুর রহমানকে হত্যায় জাসদের ভূমিকা কি ছিল তা এদেশের জনগণ জানে। আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে। তারা বঙ্গবন্ধু হত্যায় এখন জাসদ নেতাদের বিচার চাইতে পারে।’
কল্যাণপার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম বীর প্রতীক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতসহ দলটির নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া