adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘রাজনীতি বাঘের মাথাও খাইছে’

রিকু আমির : ‘দেখেন, দেখেন কী অবস্থ’া, রাজনীতি বাঘের মাথাও খাইছে। ফেস্টুনটা বাঘের মাথার সামনে না টানিয়ে অন্য জায়গায় টানালে কী হতো। জায়গার তো অভাব নেই। সুন্দর একটি জিনিসকে আড়াল করে দিলো? যাদের ছবি ফেস্টুনে তারা কী অবুঝ?’ ‘বুঝলেন না, মানুষের নজরে পড়তে চায়। তাই মেইন রোড বেছে নিয়েছে। বোঝাতে চায় তারা অনেক বড় নেতা। কিন্তু বাঘের মুখ ফেস্টুন দিয়ে ঢেকে মানুষের নজর কাড়লে কী নেতা হওয়া যায়?’
রাজধানীর অতি ব্যস্ততম সড়ক কাওরান বাজার সার্ক ফোয়ারা সংলগ্ন রয়েল বেঙ্গল টাইগারের ভাষ্কর্যের দিকে তাকিয়ে দুজন পথচারি একে অপরকে এসব কথা বলছিলেন। পথচারিদের বক্তব্যের সঙ্গে বাঘের ভাষ্কর্যের পুরোপুরি মিল দেখা গেল। দেখা গেছে, বড় বাঘটির মুখ বরাবর বড় একটি ফেস্টুন টাঙানো। যার কারণে মুখটি পুরোপুরি আড়াল হয়ে রয়েছে। ফেস্টুনের নিচে দুজন যুবলীগ নেতার ছবি। একজন তেজগাঁও ২৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনির হোসেন মিঝি ও সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন। আর উপরে একপাশে রয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অপরপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ ফজলুল হক মনির ছবি।
ওখানকার একজন হকার আমাদের ‘জয়পরাজয়’কে বলেন, ‘যুবলীগের পোলাপাইনেই এডি মাসখানেক আগে লটকাইছে। ওই যে নিচে দুই নেতার ছবি, হেগো পোলাপান (মনির ও লোকমান)।’
সাংবাদিক পরিচয়ে ওই দুই পথচারিদের সঙ্গে কথা হয়। তাদের একজন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নুরুজ্জামান সেলিম। তিনি বলেন, ‘বোঝা-ই যায় যুবলীগ এটি টানিয়েছে। তারা কী অবুঝ? এমন সুন্দর একটি ভাষ্কর্যের সামনে এই ফেস্টুন কোন আক্কেলে টাঙালো? তাদের কারণে দল গালি খাবে সাধারণ মানুষের।’ তার সঙ্গী রাজ্জাক বলেন, ‘এ ধরণের প্রচার বা দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা বুমেরাং।’
রাজধানীর সৌন্দর্য বাড়াতে ও দেশের ঐতিহ্য তুলে ধরতে ১১তম সাউথ এশিয়ান গেমসের সময় বিমানবন্দর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত বেশকিছু স্থাপনা গড়া হয়। সার্ক ফোয়ারার সামনে সে সময় বসানো হয় দাঁড়িয়ে থাকা ও বসে থাকা দুটি বাঘের ভাস্কর্য। বাংলাদেশ সেনাবাহিনীর ফোরটিন ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের তত্ত্বাবধানে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা এ কাজ করে। এর মধ্যে বাংলাদেশ পাবলিসিটি নামের এক সংস্থা বাঘের ভাস্কর্য বসানোর কাজ করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া