adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাফুফেকে দুর্নীতিগ্রস্ত বললেন শেখ জামাল সভাপতি

Kaderক্রীড়া প্রতিবেদক :  বাফুফেকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করে জেলা ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছেন মনজুর কাদের। সেই সঙ্গে তার বিরুদ্ধে  আনা সব সমালোচনা তিনি ঠেলে দিয়েছেন বাফুফের কোর্টে।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিন জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় কাদেরের ডাকে তার ক্লাব শেখ জামালের একটি অনুষ্ঠানে যায়। সেই অনুষ্ঠানের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তারা অনুশীলন মিস করেন। পরে সংবাদ সম্মেলনে বাফুফে থেকে দাবি করা হয়, খেলোয়াড়রা কাউকে কিছু না জানিয়ে শেখ জামালের অনুষ্ঠানে গেছে।

কিন্তু কাদের বলছেন ভিন্ন কথা। তার দাবি, সব নিয়ম মেনেই খেলোয়াড়দের ক্যাম্প থেকে ডেকে নিয়েছেন তিনি, ‘আমি টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবুকে অনুরোধ করেছিলাম দশজন খেলোয়াড়কে কয়েক ঘণ্টার জন্য আমার এখানে পাঠাতে। টিম ম্যানেজমেন্টের অনুমতি ব্যতিরেকে কাউকে জোর করে জাতীয় দলের ক্যাম্প থেকে ডেকে আনার ক্ষমতা আমার নেই।’

বাফুফের বক্তব্যকে ‘ভয়ানক মিথ্যা’ দাবি করে কাদের বলেন, ‘আমি দেখলাম, বাফুফে থেকে বলা হচ্ছে আমি নাকি জোর করে ওদের ডেকে নিয়েছি। এটা ভয়ানক মিথ্যা কথা।’

‘বাফুফের মতো দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠানের অধীনে কাজ করার ইচ্ছা আর আমার নেই। জেলা ফুটবল লিগ কমিটি থেকে আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’ 

কাদেরের দাবি তিনি বাফুফে থেকে কোনো সহযোগিতা পান না, ‘কমিটিকে সচল রাখতে কিছু লোকের দরকার। একা একা কত করা যায়। বাফুফে থেকে আমি তিল পরিমাণ সাহায্য পাই না।’

কবে নাগাদ তিনি পদত্যাগ করতে পারেন এমন প্রশ্নের জবাবে জানান, পদত্যাগ পত্র ইতিমধ্যে তৈরি করেছেন। আজকাল সেটা বাফুফের দপ্তরে পাঠিয়ে দেবেন।

কাদেরের সঙ্গে বাফুফের সম্পর্ক বেশ কয়েকদিন ধরে ভাল যাচ্ছে না। তার কারণেই মামুনুলরা শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে খেলতে পারেননি। সেই থেকে কাদেরের ওপর কিছুটা নাখোশ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এর আগে স্বাধীনতা কাপ এবং সুপার কাপ আয়োজন না করার জন্য বাফুফের কড়া সমালোচনা করেন শেখ জামালের সভাপতি কাদের।

বাফুফে সূত্রে জানা গেছে, এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সালাউদ্দিন জরুরি মিটিং ডেকেছেন। ধারণা করা হচ্ছে, তার আগে পদত্যাগ পত্র জমা দিয়ে দিতে পারেন বাংলাদেশ ক্রীড়াঙ্গনের বহুল পরিচিত সংগঠক মনজুর কাদের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া