adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধোনি পুনরায় অধিনায়ক হওয়ায় ভীষণ খুশি চেন্নাই সুপার কিংসের কর্ণধার শ্রীনিবাসন

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ১৫তম মওশুম শুরুর ঠিক দুইদিন আগেই সকলকে চমকে দিয়ে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব রবীন্দ্র জাদেজার হাতে তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু বর্তমান চ্যাম্পিয়নদের এবারের মওশুমের শুরুটা একেবারেই ঠিকঠাক হয়নি। প্রথম আটটির মধ্যে ছয়টি ম্যাচেই পরাজিত হয়েছে তারা।

এরপরেই শনিবার (৩০ এপ্রিল) হঠাৎ করেই ফের বদল। দলগত ব্যর্থতার পর জাদেজা আবারও ধোনির হাতে সিএসকের নেতৃত্ব তুলে দেন। সিএসকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, রবীন্দ্র জাদেজা নিজের খেলার উপর ফোকাস করার লক্ষ্যেই অধিনায়ক পদ ছেড়ে দিয়েছেন এবং মহেন্দ্র সিং ধোনিকে আবার নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। ধোনি জাদেজাকে নিজের খেলার উপর

ফোকাস করার সুযোগ দিতে এবং দলগত স্বার্থে আবারও সিএসকের অধিনায়কত্ব করতে রাজি হয়েছেন।
টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছে এবং আমরা তা মেনেও নিয়েছি। শনিবারই নাকি এই বিষয়ে গোটা [৪] সিদ্ধান্তটি নেওয়া হয় বলে জানান ফ্রাঞ্চাইজি সিইও।
এ বিষয়ে অবশ্য দলের কর্ণধার এন শ্রীনিবাসন বেশি কিছু বলতে চাননি। তিনি কেবল আমি অধিনায়কের সিদ্ধান্তের পাশে আছি। প্রসঙ্গত, পুণের ময়দানে সানরাইজার্সের বিরুদ্ধে মাঠে নেমেই সবচেয়ে বেশি বয়সে কোনো টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেওয়ার দারুণ রেকর্ডটি গড়ে ফেলেন ধোনি। – হিন্দুস্তানটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া