adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেমন হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে নাটক-টেলিছবি?

Zbqry-ot20131215142543মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। বিজয়ের মাস ডিসেম্বরকে নিয়ে প্রতি বছর তৈরি হয় নাটক ও টেলিছবি। কিন্তু কেমন হচ্ছে এইসব নাটক-টেলিছবি? অনেকেই বলেন মুক্তিযুদ্ধ নিয়ে নাটক টেলিছবি নির্মাণের নামে ফাইজলামি করেন নির্মাতারা। আর যারা অভিনয় করেন এ ধরনের নাটক বা টেলিছবিতে, তারা কি বললেন আসুন জেনে নেই…

হাসান মাসুদ বলেন, ‘বাঙালিকে আসলে কোন কিছু দিয়েই সচেতন করা সম্ভব নয়। আর মুক্তিযুদ্ধের নাটকে বড় পরিসরের যে ক্যানভাস দরকার এই ক্যানভাসের অভাব আমি বোধ করি। একটি মুক্তিযুদ্ধের নাটক বা সিনেমা সঠিকভাবে দর্শকের কাছে তুলে ধরতে হলে যুদ্ধের প্লেন, পরিধানের জামা কাপড়, নরহত্যার চিত্র আরও বিভিন্ন চিত্র এবং প্রচুর জনবল দরকার। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বিশাল প্রতিন্ধকতা। তাই মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, টেলিছবি নির্মাণে অনেক সময় এবং বাজেট নিয়ে এগোতে হবে। তবে ভবিষ্যতে আমি সম্পূর্ণ মুক্তিযুদ্ধের একটি সিনেমা দেখতে চাই।’

‘যুদ্ধকালীন সময়ে যে ধরনের আসবাপত্র, পোশাক, ষ্টাইল ব্যবহৃত হয়েছে সে ধরনের পোশাক তো আমাদের পাওয়ার সুযোগ নেই। এগুলো তৈরি করবেন একজন সুদক্ষ ডিজাইনার। আমরা অভিনয় দিয়ে যুদ্ধের সবটুকু ফুটিয়ে তোলার চেষ্টা করি কিন্তু আমাদের ঐ ডিজাইনের পোশাক বা লোকেশন না থাকলে মুক্তিযুদ্ধের সঠিক চিত্রায়ণ তুলে ধরা সম্ভব নয়। সাধারণ নাটকের থেকে মুক্তিযুদ্ধের নাটকে যে আলাদা এ বিষয়টি বুঝতে পারে না অনেক পরিচালক। তাই সঠিকভাবে পর্যবেক্ষণ এবং পরিচালনা করে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক তৈরি করলে নতুন প্রজন্মরা যুদ্ধের সবটুকু বাস্তবতা বুঝতে না পারলেও কিছুটা প্রতিচ্ছবি দেখতে পারবে।’ বললেন চঞ্চল চৌধুরী।

অভিনেতা হিল্লোল বলেন, ‘মুক্তিযুদ্ধভিত্তিক যেকোন নির্মাণেই প্রয়োজন বাজেট এবং গবেষণা। দুটোর কোনটাই আমাদের শোবিজ অঙ্গনে নেই। ১৬ই ডিসেম্বার, ২১ শে ফেব্রুয়ারি, ২৬ শে মার্চ বা বিশেষ দিনগুলোর নাটকে যে পোশাক আষাক,জিনিসপত্র ব্যবহৃত হয়েছিল এটা দর্শকের মাঝে তুলে ধরতে পরিচালকদের হিমশিম খেতে হয়। তাই তরুণ প্রজন্মরা এই ধরনের নির্মাণে আকৃষ্ট হচ্ছে না। বাজেট আর পরিকল্পনা ভাল থাকলে এর সমাধান পাওয়া যাবে।’

সিদ্দিক বলেন, ‘সত্যিই মুক্তিযুদ্ধের সেই চিত্র আর আমাদের নাটকে দেখা যায় না। আমার শিশু যে বড় হয়ে নাটক দেখবে না এটা আমি ঠিক বুঝতে পারছি। কিছু পরিচালক মুক্তিযুদ্ধ নিয়ে ভালো কাজ করলেও অনেকেই সাধারণ নাটকের মতই বিশেষ দিনের নাটকগুলো নির্মাণ করছে। তবে বড় একটা সমস্যা হল নির্মাতারা স্বচ্ছল না। আবার জানার জায়গাতেও ঘাটতি আছে অনেকের। একটু সচেতন হলেই এর সমাধান সম্ভব।’

অভিনেতা তমালের মতে, ‘পরিচালকদের দোষ দিয়ে লাভ নেই। পরিচালক এবং অভিনয় শিল্পীরা চেষ্টা করেন এই ধরনের নাটকগুলো সেইভাবেই দর্শকের কাছে তুলে ধরতে। কিন্তু এখানে বাজেটের বড় একটা প্রাচীর রয়েছে। বাংলাদেশের বড় বড় প্রাইভেট কোম্পানিগুলো মুক্তিযুদ্ধের নাটকে টাকা ব্যায় করলে নির্মাণে আলাদা কিছু বাস্তবতা তরুণদের সামনে তুলে ধরা সম্ভব।’

অভিনেতা নাঈম বলেন, ‘১৯৭১ সালের পুরো বিষয়টি আগে জানতে হবে। এখানে বাজেট বড় সমস্যা নয় সমস্যা পরিকল্পনার। সঠিক পরিকল্পনা নিয়ে মুক্তিযুদ্ধের নাটক তৈরি করলে আমার মনে হয় তরুণদের মনে চেতনা জাগানো সম্ভব।’

‘মুক্তিযুদ্ধের নাটক নির্মাণের ক্ষেত্রে পরিচালকদের অনেক গবেষণা করা উচিৎ’। বললেন মেহজাবিন। আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের নাটক আমাদের দেশের ইতিহাস উপস্থাপন করে। তাই এই ধরনের নাটক নিখুঁত করে তৈরি করলে তরুণরা মুক্তিযুদ্ধভিত্তিক যেকোন নির্মাণে আগ্রহী হবে।’

প্রায় সবার মত মৌসুমী হামিদও একই কথা বললেন। ‘যদি পরিচালকরা ভাল বাজেট এবং লোকেশন কষ্টিউম দিয়ে আমাদেরকে পরিচালনা করে তাহলেই মুক্তিযুদ্ধের নাটকে মুক্তিযুদ্বের চেতনা তুলে ধরা সম্ভব।’

অভিনেত্রী ভাবনা বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখি নাই। কদিন আগে আশরাফী মিঠুর পরিচালনায় ‘ঘুমের দেশের ঘুম পাড়ানী’ নাটকে শিমুল ইউসুফের চরিত্রটি করতে গিয়ে আমি মুক্তিযুদ্ধের বাস্তবতাটা বুঝতে পারি। বাজেট একটু সমস্যা হলেও পরিচালনা সঠিক হলে মুক্তিযুদ্ধভিত্তিক নির্মাণে আমাদের মত তরুণ প্রজন্মরা  অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনাই উদ্বুদ্ধ হবে বলে আমি মনে করি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া