adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তিন কার্যদিবস পর বাড়ল সূচক

D S Eনিজস্ব প্রতিবেদক : টানা তিন কার্যদিবস দরপতনের পর সোমবার দেশের উভয় শেয়ারবাজারে (ডিএসই এবং সিএসই) মূল্যসূচক বেড়েছে। তবে ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কমেছে।

এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ২৪ পয়েন্ট। তবে লেনদেন কমেছে ১০ কোটি ২৫ লাখ টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স বেড়েছে ৫০ পয়েন্ট। আর লেনদেন বেড়েছে ৯ কোটি ৮১ লাখ টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্সের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। ফলে সূচকের বড় উত্থানেই দিনের লেনদেন শেষ হয়। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রধান মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে ডিএসই শরিয়াহ্ সূচকও। এ সূচকটি আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০২ পয়েন্টে। তবে অপর সূচক ডিএসই-৩০ কিছুটা কমেছে। এ সূচকটি আগের দিনের তুলনায় দশমিক ৯১ পয়েন্ট কমে ২ হাজার ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে মোট ৭৫৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৭৬৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। সে হিসেবে লেনদেন কমেছে ১০ কোটি ২৫ লাখ টাকা। বাজারটিতে লেনদেন হওয়া ১৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিবিএস ক্যাবলসের শেয়ার। এদিন প্রতিষ্ঠানটির ৪৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কেয়া কসমেটিকের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৩ লাখ টাকার। আর ২৪ কোটি টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।

লেনদেনে এরপর রয়েছে- আরএসআরএম স্টিল, সিএনএ টেক্সটাইল, ইফাদ অটোস, আইএফআইসি ব্যাংক, ফু-ওয়াং ফুড, আইডিএলসি এবং ফরচুন সুজ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৭৭ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে আগের দিনের তুলনায় দাম বেড়েছে ১৩০টির। অপরদিকে কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া