adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লিঙ্গবৈষম্য দূর করতে এখন থেকে ব্যাটসম্যানকে বলা হবে ব্যাটার

স্পোর্টস ডেস্ক : যেকোন ভাষার প্রচলিত অনেক শব্দও পরিবর্তন হয়। শুরুতে কাগজে-কলমে, এরপর মানুষের মুখে মুখে। ক্রিকেটের অনেক শব্দের সঙ্গে পরিচিত গোটা দুনিয়া।

‘ব্যাটসম্যান’ তার মধ্যে অন্যতম একটি। বোলার-ব্যাটসম্যান, ফিল্ডার, উইকেটরক্ষক এসব নিয়েই মাঠের ক্রিকেট। তবে এবার ‘ব্যাটসম্যান’ শব্দটি নিয়ে নড়েচড়ে বসেছে ক্রিকেট বিশ্লেষক, বিশেষজ্ঞরা। আপত্তি উঠেছে ক্রিকেটে ‘ব্যাটসম্যান’ শব্দটি নিয়ে।
বলা হচ্ছে এটি লিঙ্গবৈষম্যমূলক একটি শব্দ।

যদিও ক্রিকেটে লিঙ্গবৈষম্যমুলক শব্দ খুবই কম। বোলার, উইকেটকিপার, ফিল্ডার, আম্পায়ার, ম্যাচ রেফারি, ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন সবগুলোই লিঙ্গ নিরপক্ষ শব্দ। তবে ব্যাটসম্যান নিয়ে আপত্তি থাকায় এবার নতুন এক পদক্ষেপ নিলো জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’। শুধু ব্যাটসম্যান শব্দটিতেই ম্যান যুক্ত ছিলো। তাই নতুন শব্দ হিসেবে ক্রিকইনফো এখন থেকে ‘ব্যাটসম্যান’ শব্দটির পরিবর্তে ‘ব্যাটার’ (নধঃঃবৎ) শব্দটি ব্যবহার করবে।

শুক্রবার (১৬ এপ্রিল) নিজেদের ওয়েবসাইট এবং সোশ্যাল অ্যাকাউন্টে এই ঘোষণা দিয়েছে ক্রিকইনফো। ‘ব্যাটসম্যান’ এর ‘ম্যান’ শব্দটি পুরুষবাচক হওয়ায় ক্রিকইনফোর এই সিদ্ধান্ত নেয়। এছাড়া ‘চায়নাম্যান বোলার’ শব্দটিকেও ব্যবহার করা বাদ দিচ্ছে ক্রিকইনফো। – ক্রিকইনফো/ সময়নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া