adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আটটি দল নিয়ে জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ

news_img (1)ক্রীড়া প্রতিবেদক : আগামী বছরের ৮ জানুয়ারীতে থেকে ৮টি দল নিয়ে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভা শেষে শনিবার বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী সাংবাদিকদের এ তথ্য জানান।

গত বছর অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপে দল ছিল ছয়টি। এর মধ্যে বিদেশী দল ছিল পাঁচটি। গতবারের মতো এবারও টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ঢাকা ও সিলেটে ভেন্যুতে। গত আসরে শ্রীলংকা বাদে বাকি পাঁচটি দলই পাঠিয়েছিল তাদের অনূর্ধ্ব-২৩ দল।

এবার দলের সংখ্যা বেড়েছে দাঁড়িয়েছে আটটিতে। অংশ নিতে যাওয়া বিদেশি দলগুলোর মধ্যে রয়েছে, নেপাল, শ্রীলঙ্কা, বাহরাইন, কম্বোডিয়া, মালয়েশিয়া ও মালদ্বীপ।

বাংলাদেশ থেকে অংশ নেবে দুটি দল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলও।

প্রসঙ্গত, গত আসরের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে হেরে গিয়েছিল মালয়েশিয়ার সঙ্গে (৩-২)। টুর্নামেন্ট শেষ হবে ১৮ জানুয়ারী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া