adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ক্ষণস্থায়ী এই পৃথিবীতে ঘুষ খায়, মানুষের হক মারে’ ব্যাংক পর্যন্ত গিলে খায়

বিনােদন ডেস্ক : করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে শোবিজ অঙ্গন। একের পর এক তারকা প্রাণ হারাচ্ছেন প্রাণঘাতী ভাইরাসের আক্রমণে। সতীর্থদের এমন বিদায়ে ব্যথিত অভিনেত্রী তারানা হালিম সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আক্ষেপের কথা জানলেন। সেই সঙ্গে সমাজের অসংগতিও তুলে ধরলেন।

তারানা হালিম বলেন, ‘কত দিন ধরে শুধু চেনা মানুষগুলোর বিদায়ের খবর আর শোক জানাতে জানাতে ক্লান্ত হয়ে গেছি। কত অচেনা মানুষও কোভিড এর কাছে হার মেনে পরপারে চলে গেছেন। আল্লাহ সকলকে জান্নাতবাসী করুন।’

সামাজিক অসংগতি তুলে ধরে তিনি বলেন, ‘এত মৃত্যুর মিছিল দেখেও মানুষ কিছুই শেখে না। ক্ষণস্থায়ী এই পৃথিবীতে-ঘুষ খায়,মানুষের হক মারে হেসে হেসে খুন করে, জমি-খাল-বিল—যা পায় তাই দখল করে। ব্যাংক গিলে খায়, চাঁদাবাজি করে আবার এরাই কিন্তু প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে চিকিৎসা নিতে যায়—অর্থ তখন কোন অনর্থ ঘটায় না। আমি হিসাব মেলাতে পারি না, একি পরীক্ষা না উপহাস!’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া