adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংকের চেয়ে হাতে টাকা রাখার প্রবণতা বাড়ছে

ডেস্ক রিপাের্ট: ব্যাংকে এখন আর টাকা রাখতে চাচ্ছে না মানুষ। কমছে আমানত; বিপরীতে বাড়ছে হাতে থাকা নগদ অর্থের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্যেই এর প্রমাণ মেলে। এতে দেখা যায়, ২০২২ সালের ডিসেম্বরে সরকার প্রায় ২ লাখ ৯১ হাজার কোটি টাকা ইস্যু করেছিলো। যার ২ লাখ ৬৮ হাজারই ছিলো সাধারণের কাছে। বছর ব্যবধানে যা বেড়েছে সোয়া ২৭ শতাংশ। বিপরীতে ব্যাংকে ছিলো মাত্র ২২ হাজার ৪৬৫ কোটি টাকা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, যখন মূল্যস্ফীতি বাড়ে তখন মানুষের নগদ অর্থের প্রয়োজনও বাড়ে। কারণ আগে যে পণ্য সে ১০০টাকা তে কিনতে পারতো এখন সেটা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। স্বাভাবিকভাবেই তখন মানুষ ব্যাংক ব্যবস্থা থেকে উত্তোলন করে নগদ অর্থ নিজের প্রয়োজনে ব্যয় করে।

অর্থনীতির জন্য এটি ভালো কোনো লক্ষণ নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, ব্যাংক খাতের ওপর বাড়ছে অনাস্থা। বাংলাদেশ ব্যাংক সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের উচ্চ মূল্যস্ফীতির তুলনায় ব্যাংকের সুদ হার কম হওয়ায় নগদ টাকায় ঝুঁকছে সাধারণ মানুষ। যা অর্থনীতির জন্য শুভ নয়।

পরিস্থিতি থেকে উত্তরণে সুদহার পরিবর্তন ও আর্থিক খাতে অনিয়ম বন্ধে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার আহ্বান বিশ্লেষকদের।- চ্যানেল২৪

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া