adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসি থেকে শ্রীনিবাসনের পতন!

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশ ক্রিকেটের প্রকাশ্য শত্র“ শ্রীনিবাসনের  করুণ পরিণতি। ঘরে-বাইরে কোথাও একটুকু স্বস্তিতে নেই তিনি। শ্রীনিবাসন শুধু বাংলাদেশের ক্রিকেটের শত্র“ হয়ে ক্ষান্ত হননি। বিশ্ব ক্রিকেটকেই ধ্বংস করার ষড়যন্ত করেন।

এবার তিনি টের পাচ্ছেন স্বৈচ্ছাচারিতার পরিণতি কেমন। বিশ্বকাপে এই শ্রীনি বাংলাদেশ ক্রিকেট ও পরে কামালের সাথে কেমন ব্যবহার করেছে সেটি হয়তো সবারই জানা। ভারতের তার সিমেন্ট কোম্পানী হয়তো সামনে আরও বড় হবে। কিন্তু ক্রিকেট সংগঠন হিসেবে তার কবর রচিত হচ্ছে সামনের দিনগুলোতে।

একে একে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে তার। ভারতীয় মিডিয়ার খবর, সেপ্টেম্বরের পর আইসিসির চেয়ারম্যান পদটা তাকে ছাড়তেই হবে। এর সব রকম বন্দোবস্ত  নাকি করে ফেলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া ও সাধারণ সাম্পাদক অনুরাগ ঠাকুর।

বয়স সত্তরের উপরে। বয়স ও পরিস্থিতি বলছে, ফের ক্রিকেটে ফেরার রাস্তা তার কসুমাস্তীর্ণ নয়। ফেরার হয়তো চিন্তাও করছেন না তিনি। তাই সেপ্টেম্বরে পর ক্রিকেট থেকে তার চির বিদায়ই ধরে নেওয়া হচ্ছে।
যাচ্ছেন, কিন্তু কি আদর্শ রেখে যাচ্ছেন?  জামাতা ময়াপ্পন ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত। তিনি নিজেও এ দোষে দোষী। ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট থাকার সময় নিজের প্রভাব বাড়াতে কোটি কোটি টাকা অপচয়ের অভিযোগ তার বিরুদ্ধে। আইসিসিতে গিয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে করেছেন কলঙ্কিত।
শ্রীনি তিন মোড়লের প্রধান হয়ে করেছেন যা ইচ্ছা তাই। নিয়ম ভেঙ্গেছেন। কালো আইন করেছেন। অন্যায়, তো ক্রমাগত চলতে পারে না। প্রকৃতির এই নিয়মেই ক্রিকেট থেকে নির্বাসন হচ্ছে তার।

ছেলে অবাধ্য হওয়ায় দিন ভালো যাচ্ছে না তার। অপকর্মের মাধ্যমে শ্রীনির জীবনকে বিষিয়ে তুলছেন লম্পট পুত্র অশ্বিন। বাবাকে এক হাত নেয়ার কথাও বলেছেন অশ্বিন। অন্যদিকে ছেলের জন্য অনেকের কাছে মুখ দেখাতে লজ্জা পাচ্ছেন নারায়ণ শ্রীনিবাসন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া