adv
১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজেপিতে যোগ দিয়ে মিঠুন বললেন, আমি একটা কোবরা

বিনােদন ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে মিঠুন চক্রবর্তী নায়কোচিত ভঙ্গিতে বিরোধীদের হুমকি দিয়েছেন। রবিবার নরেন্দ্র মোদির জনসভায় মিঠুন এদিন দুটি ডায়ালগে মঞ্চ কাঁপান।

নিজের বহুল জনপ্রিয় একটি সিনেমা থেকে সমর্থকদের উদ্দেশ্যে মিঠুন প্রথমে বলেন, ‘আমি জানি আপনারা কোন ডায়ালগটা শুনতে চাইছেন-মারব এখানে, লাশ পড়বে শ্মশানে।’

মিঠুন এই ডায়ালগকে অবশ্য নির্বাচনী প্রচারে কাজে লাগাতে চান না। এক ধাপ এগিয়ে নতুন ডায়ালগ বাতলে দেন জনসভায় আসা সমর্থকদের।

বলেন, ‘এই ডায়ালগ চলবে। তবে আমার প্রচার শুরুর আগে একটা নতুন ডায়ালগ দিচ্ছি: আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই; আমি একটা কোবরা, জাত গোখরো আমি-এক ছোবলেই ছবি।’

মিঠুন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘এবার কিন্তু এটাই হবে। দাদার কথায় বিশ্বাস রাখবেন। আমি মিঠুন চক্রবর্তী। যা বলি তা করে দেখাই।’

মিঠুন চক্রবর্তী দীর্ঘদিন পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। দলটির পক্ষ থেকে রাজ্যসভার সদস্যও করা হয় তাকে। তৃণমূলের হয়ে ভোটের প্রচারেও দেখা যায় মিঠুনকে।

বছর পাঁচেক আগে একটি চিটফান্ড মামলায় নাম জড়ায় মিঠুনের। একটি অর্থলগ্নি সংস্থার কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার অভিযোগ ওঠার কিছুদিন পরই রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ান তিনি। তারপর ‘অভিমান’ এবং ‘ভগ্ন স্বাস্থ্যের’ কথা বলে দীর্ঘদিন কলকাতামুখী হননি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া