adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা বোর্ড টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করবে

স্পোর্টস ডেস্ক : অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম আসরটি মাঠে গড়াতে পেরেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগেই নতুন আর একটি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন তারা। দশ ওভারের একটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান বোর্ড।

আগামী বছরের ফেব্রুয়ারি ১ থেকে ১২ তারিখকে মধ্যে নতুন এ লিগের জন্য বেছে নেয়া হয়েছে। এই তারিখ ধরেই ইতোমধ্যে টুর্নামেন্টটি আয়োজনের জন্য দরপত্র আহ্বান করেছে এসএলসি। শুক্রবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এক নির্বাহী কার্য সভার বৈঠকে সকল পক্ষকে আগ্রহ প্রকাশের জন্য এক সপ্তাহ সময় দেয়া হয়েছে।

আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে একটি সিরিজ রয়েছে শ্রীলঙ্কার। সেই সিরিজের পর ফেব্রুয়ারিতে টুর্নামেন্টটির সফল আয়োজনের ব্যাপারে ইতিবাচক লঙ্কা বোর্ডের কর্তারা। এসএলসির সহ সভাপতি রাভিন বিক্রমারতেœ বলেন, টি-টেন লিগ আয়োজন আমাদের পরিকল্পনায় রয়েছে। এটি একটি নতুন ধারণা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পরে ফেব্রুয়ারিতে আমাদের ফাঁকা সময় রয়েছে। সেটি ধরেই আমরা পরিকল্পনা করছি।

চূড়ান্ত না হলেও পাঁচ বা ছয়টি দল নিয়ে এই টুর্নামেন্টি আয়োজিত হতে পারে। টুর্নামেন্টটির ম্যাচ সংখ্যা হতে পারে ১৭ কিংবা ২৯ টি। গ্রুপ পর্বে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলার পর সেরা চার দল নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন খেলোয়াড় দলে ভেড়াতে পারবে। যার মধ্যে ৬ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে দলগুলো।

টুর্নামেন্টের ম্যাচগুলো শ্রীলঙ্কার প্রেমাদাসা, ডাম্বুলা ও পালেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই টুর্নামেন্ট আয়োজনের জন্য এসএলসি কে তাদের ঘরোয়া জাতীয় টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ স্থগিত করতে হতে পারে। তরুণ খেলোয়াড়দের প্রমাণের মঞ্চ হলেও এই টুর্নামেন্টের চেয়ে টি-টেন টুর্নামেন্টকেই প্রধান্য দিচ্ছে তারা। – ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া