adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কোচের দায়িত্ব ছাড়লেন ওয়াকার ইউনুস

Waqar-Younisস্পোর্টস ডেস্ক : পাকিস্তান দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার ওয়াকার উইনুস।
রবিবার পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবির) সাথে বৈঠকের পর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
সদ্য শেষ হওয়া টি২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে পাকিস্তান দলের বাজে পারফরমেন্সের কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তিনি বলেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজ (সোমবার) আমি পদ থেকে সরে যাচ্ছি।’
তিনি অভিযোগ করে বলেন, ২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তান দলের বাজে পারফরমেন্সের কারণগুলো চিহ্নিত করে পিসিবিকে দিলেও সে ব্যাপারে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
‘২০১৫ বিশ্বকাপের ব্যর্থতাগুলো চিহ্নিত করে বোর্ডকে আমি একটি প্রস্তাবনা দিয়েছিলাম। কিন্তু ক্রিকেট বোর্ড সে ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আমি খুবই হতাশ হয়েছি,’ বলেন ওয়াকার।
উল্লেখ্য, ৪৪ বছর বয়সী পাকিস্তান দলের সাবেক এই অধিনায়ক ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি পাক দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া