adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘দাপুটে ফুটবল খেলে বায়ার্নের মতো অজেয় থাকার ক্ষমতা রিয়ালের আছে’

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন। কিন্তু সাম্প্রতিক সময়ে ইউরোপ সেরার প্রতিযোগিতায় সময়টা ভালো যাচ্ছে না তাদের। লা লিগায় দুদিন আগে ক্লাসিকো জিতলেও এর আগে হার, ড্রয়ের তেতো স্বাদও পেয়েছে দলটি। অন্যদিকে, বায়ার্ন মিউনিখ সব প্রতিযোগিতায় ছুটছে দারুণভাবে। রিয়ালের তারকা ফুটবলার টনি ক্রুস খুব করে চাইছেন, বায়ার্নের মতো দাপুটে ফুটবলের পসরা মেলুক তার দলও।

চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় বরুশিয়া মনশেনগ্লাডবাখের মুখোমুখি হবে রিয়াল। গত সপ্তাহে নিজেদের মাঠে শাখতার দোনেৎস্কের কাছে ৩-২ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করে জিনেদিন জিদানের দল।

গত আসরে ইউরোপ সেরা হওয়ার পথে সবকটি ম্যাচ জিতেছিল বায়ার্ন। শিরোপা ধরে রাখার অভিযানে এবারও তারা শুরুটা করেছে দুর্দান্ত, প্রথম ম্যাচে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদকে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচেই জিতেছে গত মৌসুমের ট্রেবল জয়ীরা।

মনশেনগ্লাডবাখ ম্যাচ সামনে রেখে ক্রুস জানালেন, বায়ার্নের মতো ছুটে চলার সামর্থ্য আছে রিয়ালের। এমন ধারাবাহিকভাবে ভালো খেলার মতো দল আমাদেরও আছে। গত কয়েক মাসে আমরা দেখেছি বায়ার্ন বিশ্বের সেরা দল। ২০১৬ থেকে ২০১৮-সেই সময়ে আমরাও এমন দুর্দান্ত খেলেছিলাম। ওই বছরগুলোতে আমরাই সেরা ছিলাম।- বিডিনিউজ/ মার্কা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া