adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তনুকে হত্যায় সেনাবাহিনী জড়িত, এটা বলা যাবে না

O K Aনিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ব্যাপারে প্রধানমন্ত্রী কঠোর অবস্থানে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী এটাও বলেছেন, ‘ক্যান্টনমেন্ট এলাকায় তনুকে হত্যা করা হলেও এটির সাথে সেনাবাহিনী জড়িত, এটা বলা যাবে না। ক্যান্টনমেন্টের ভিতরে বেসামরিক লোকজনও বসবাস করে।’

বু৬ এপ্রিল ধবার দুপুরে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের গ্রন্থাগার উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

দেশের প্রচলিত আইনে তনু হত্যার বিচার হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘তবে তনু হত্যার ব্যাপারে প্রধানমন্ত্রী মুখে কিছু না বললেও সরকার ও প্রধানমন্ত্রী কঠোর অবস্থানে রয়েছেন। দেশের প্রচলিত আইনে তনু হত্যার বিচার করা হবে।’ 

চলমান ইউপি নির্বাচনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সময় ইউপি নির্বাচনে ২০০ জন মারা গেছে। চলতি বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, কতগুলো বাড়িতে হামলা হয়েছে তা সুস্পষ্ট করে কিছু জানাতে পারেনি। ঢালাওভাবে অভিযোগ না করে বিএনপিকে সুস্পষ্ট অভিযোগ করতে হবে।’ 

এসময় মন্ত্রী আরো বলেন, ‘বিএনপির নালিশ জানানোর অভিযোগ বহু দিনের পুরোনো। তারা নির্বাচন থেকে সরে দাড়াঁবে না। যদি সরেও দাড়াঁয় তাহলে বুঝতে হবে তারা সরে দাড়াঁনোর জন্যই নির্বাচনে অংশ নিয়েছে।’

তেলের দাম কমানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘সরকার তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তেলের দাম কমলে ভাড়াও কমবে, তবে ভাড়া কমানোর বিষয়ে বিআরটিএ ও স্টকহোল্ডররা বসে সিদ্ধান্ত নিবে। এটি এ মুহূর্তে বলা যাচ্ছে না।’

গ্রন্থগার উদ্বোধন শেষে মন্ত্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। কলেজের অধ্যক্ষ ফাতেমা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা এমপি জাহান আরা বেগম সুরমা, জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মী, কলেজের শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া