adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গিলকে নেতৃত্বে দেখলে অবাক হবেন না নিউজিল্যান্ডের সাইমন ডুল

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল প্রশংসায় ভাসিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের শুভমন গিলকে। কলকাতার এই ব্যাটসম্যান বছর দুয়েকের মধ্যে আইপিএলে যেকোনো দলের নেতৃত্ব দেবেন বলে মনে করেন তিনি।

২১ বছর বয়সী গিল ইতোমধ্যে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন। যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এবারের আইপিএলের প্রথম ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি তিনি। যদিও দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন গিল।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে তৃতীয় ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতার পর ৩৪ বলে ৪৭ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। ডুল মনে করেন গিলকে আরও পরিপক্ব হয়ে উঠতে হলে, দীনেশ কার্তিক, ইয়ন মরগান এবং ব্র্যান্ডন ম্যাককালামদের সঙ্গে আরও সময় কাটানো উচিত।

তিনি বলেন, ২২-২৩ বছর বয়সে পরিণত হয়ে গিল যদি বছর দুয়েকের মধ্যে আইপিএলে কোনো দলকে নেতৃত্ব দেয় তবে আমি অবাক হবো না। আমি মনে করি দীনেশ কার্তিক, ইয়ন মরগানদের সঙ্গে তার অনেক বেশি সময় কাটানো উচিত। তাদের কাছ থেকে জ্ঞান আহরণ করা উচিত। সে ব্র্যান্ডন ম্যাককালামকেও কাছে পাচ্ছে। গত ৮-৯ বছরের মধ্যে সে ছিল সবচেয়ে উদ্ভাবনী অধিনায়ক। তাদের কাছ থেকে গিল অনেক কিছু শিখতে পারবে।

ভারতের অন্যান্ন তরুণ ক্রিকেটারদের মতো আলোচনায় না থাকলেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং আইপিএলে দারুণ পারফরম্যান্সের মধ্যে দিয়ে ইতিমধ্যে নিজেকে চিনিয়েছেন গিল। তাকে একজন ওপেনার হিসেবেই গড়ে তোলা উচিত বলে মনে করেন ডুল। – ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া