adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পান্তের শতক ও হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক : রিশাভ পান্তের দুর্দান্ত সেঞ্চুরি নাকি হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড নৈপুণ্য, কোনটিকে বেছে নেয়া হবে ম্যাচ সেরার জন্য? এমন সমস্যায় পড়তে হয়েছিল আয়োজকদের। অবশেষে সিরিজ জয়ের আনন্দের সাথেও মিশে গেল পান্ত ও পান্ডিয়ার অর্জন। ১২৫ রানের হার না মানা সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন পান্ত, আর বল হাতে ২৪ রানে ৪ উইকেটের পর ব্যাট করতে এসে পাল্টা আক্রমণে ৫৫ বলে ৭১ রান করা পান্ডিয়া হয়েছেন সিরিজ সেরা। আর ইংল্যান্ডের ২৫৯ রানের সংগ্রহকে অপর্যাপ্ত প্রমাণ করে ৪৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে রোহিত শর্মার ভারত।
ম্যানচেস্টারে সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই জাসপ্রিত বুমরাহর জায়গায় দলে আসা মোহাম্মদ সিরাজের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। দলীয় ১২ রানের মাথায় ২ উইকেট হারায় ইংলিশরা; সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টো ও জো রুট। এরপর বেন স্টোকসকে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে জেসন রয়। কিন্তু ৬৬ রানের মাথায় রয় ও ৭৪ রানে স্টোকসকে ফিরিয়ে দিয়ে ম্যাচে ভালোভাবে ভারতকে ফিরিয়ে আনেন দুর্দান্ত ফর্মে থাকা হার্দিক পান্ডিয়া।
এরপর মূলত লড়েছেন জস বাটলার। তার ৬০ রানের ইনিংসের সাথে মইন আলি, লিয়াম লিভিংস্টোন, ক্রেইগ ওভারটনদের ছোট ছোট ইনিংসের সুবাদে ২৫৯ রানের পুঁজি পায় ইংল্যান্ড। ভারতের পক্ষে ইকোনমি রেট ও উইকেট দখল উভয় দিকেই অনন্য ছিলেন হার্দিক পান্ডিয়া। ৭ ওভারে ৩টি মেডেন নিয়ে মাত্র ২৪ রান খরচায় তিনি নেন ৪ উইকেট। ২৬০ রানের জবাবে ব্যাট করতে সহজেই লক্ষ্যে পৌঁছায় ভারত। সম্পাদনা : এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া