adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো জাবি ছাত্রলীগ নেতা দীপুকে

unt_87492_0ডেস্ক রিপোর্ট : অবশেষে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপুকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম নিজ ক্ষমতাবলে ওই ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল করেন, যা নভেম্বর মাসের ১৯ তারিখ থেকে কার্যকর হবে।
সোমবার দুপরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। শিক্ষকদের উপর হামলার অভিযোগে গত শনিবার শিক্ষক সমিতির সাধারণ সভায় ছাত্রলীগ নেতা দীপুর নিয়োগ বাতিলের দাবিতে উপাচার্যকে ২৪ ঘণ্টা সময় বেধে দেয়া হয়। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও উপাচার্য ওই ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল না করায় অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির ডাক দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরবর্তীতে সোমবার উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ওই ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল করেন।
এ বিষয়ে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী কাউকে চাকুরিচ্যুত করতে হলে সাধারণত এক মাস আগে নোটিশ দিতে হয়। দিপুকে আজ সোমবার চাকরি থেকে অব্যাহতির নোটিশ দেয়া হয়েছে। এক মাস পর নিয়মানুযায়ী তাকে চাকরি থেকে সরে যেতে হবে।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ‘উপাচার্য দাবি মেনে নেয়ায় আমরা সকল কর্মসূচি স্থগিত করেছি। একই সঙ্গে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।’
অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফয়সাল হোসেন দীপু বলেন, ‘আমি কোনো শিক্ষককে লাঞ্ছিত করেছি এটা কেউ যদি প্রমাণ করতে পারে, তাহলে আমি নিজেই চাকরি থেকে অব্যাহতি নেব।’
উল্লেখ্য, এর আগে গত ১৩ জুলাই ঈদুল ফিতরের ছুটির মধ্যে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপুকে অস্থায়ী (অ্যাডহক) ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (গ্রন্থাগার) পদে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। সে সময়  শিক্ষকদের বিরোধিতার কারণে কাজে যোগ দিতে পারেননি তিনি। এরপর গত ২৩ আগস্ট উপাচার্য ওই ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে প্রশাসনিক কর্মকর্তা হিসাবে পুনরায় নিয়োগ দেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া