adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৬২ অতিরিক্ত জেলা জজ সিডান গাড়ি পেলেন

নিজস্ব প্রতিবেদক : সিডান গাড়ি পেলেন অধস্তন আদালতের ৬২ অতিরিক্ত জেলা ও দায়রা জজ।

সোমবার ঢাকার নিবন্ধন অধিদফতরে এক অনুষ্ঠানে তাদের হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

এ সময় তিনি বলেন, ‘এবারের গাড়িগুলো ব্র্যান্ড নিউ। এগুলো আপনারা যত্ন সহকারে ব্যবহার করবেন।’

বিগত ২০১৮-২০১৯ অর্থবছরে অধস্তন আদালতের বিচারকদের জন্য ৩৮ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৩৩০ টাকা ব্যয়ে মোট ১০৯টি সিডান কার এবং ৬টি মাইক্রোবাস কেনে আইন মন্ত্রণালয়।

এর মধ্যে ১৭ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৩৩০ টাকা ব্যয়ে জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার কর্মকর্তাদের জন্য ৪৬টি কার, ১৮ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের জন্য ৬২টি কার এবং ৬৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে প্রশাসনিক আপিল ট্রাইব্যুালের জন্য একটি কার বরাদ্দ করা হয়।

এ ছাড়া ২ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ছয় জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য ৬টি মাইক্রোবাস বরাদ্দ করা হয়েছে।

গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম-সচিব গোলাম সারোয়ার, বিকাশ কুমার সাহা, হাবিবুর রহমান, সলিসিটর জেসমিন আরা, নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া