adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি – একদিনে করোনাভাইরাসে আরাে ৪১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা বেড়েছে। তবে শনাক্তের হার আগের দিনের চেয়ে কমেছে। ১২ দশমিক ১৬ শতাংশ হারে করোনা শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন শনাক্তের হার ছিল ১২ দশমিক ৩৮ শতাংশ। করোনায় ২৪ ঘণ্টায় আগের দিনের মতোই গত ৪১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৪১ জন। সব মিলে দেশে ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনের করোনা শনাক্ত হলো। সব মিলিয়ে করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।

আজ বৃহস্পতিবার দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১০ জন নারী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ ২ হাজার ৭৪৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন।

গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২৭ জনের করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৪১ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯৪টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি নমুনা। এর আগের দিন ১৪ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ১১টি নমুনা।

দেশে করোনায় প্রথম সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে গত ৮ মার্চ। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া