adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১১ দিনে দুই ভাই হারালেন দিলীপ কুমার

বিনােদন ডেস্ক : কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের পরিবারে নেমেছে শোকের ছায়া। করোনার ছোবলে মাত্র ১১ দিনের ব্যবধানে দ্বিতীয়বার ভাই হারালেন তিনি।

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দিলীপের ছোট ভাই এহসান খান। দিন কয়েক আগে একই রোগে মারা যান বলিউড তারকার ভাই আসলাম খান।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত ২১ আগস্ট মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসলাম। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ আগস্ট হাসপাতালে ভর্তি হন দুই ভাই।

করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসার পরই তাদের মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল বলে তখন জানানো হয়েছিল।

বুধবার রাত ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এহসান খান। তিনি আসলামের মতোই ভেন্টিলেটরে ছিলেন। অবস্থা খুবই সংকটজনক ছিল। তার মৃত্যুর খবর জানান লীলাবতী হাসপাতালের ডাক্তার জলিল পারকার। মৃত্যুকালে এহসান খানের বয়স হয়েছিল ৯০। তার রক্তচাপ ও হার্টের সমস্যা ছিল।

দিলীপ কুমারের ভাইদের চিকিত্‍‌সার দায়িত্বে থাকা চিকিৎসক আগেই জানিয়েছিলেন, বয়স ও কো-মর্বিটিজ থাকায় তাদের দুজনের অবস্থায় আশঙ্কাজনক। তাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

‘মুঘল-এ-আজম’ অভিনেতাও অনেক দিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন। তাকে নিয়ে এর আগে কয়েকবার মৃত্যুর গুঞ্জন উঠেছে। তবে বর্তমানে দিলীপ কুমারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া