adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মন্ত্রীর আগমন নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ-মোটরসাইকেলে আগুন, আহত ১৫

ডেস্ক রিপাের্ট : শরীয়তপুরের জাজারিয়া উপজেলায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আগমন নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ঘ হয়েছে।
সোমবার সন্ধ্যায় এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়।

পুলিশ জানায়, ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে দুইপক্ষের কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পাশাপাশি ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। অনেক্ষণ চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে নারী পুলিশ সদস্য মোসলেহা আক্তার, করিম মাঝি, জুলহাস সারেং, কবির হাওলাদার, সুমন খান, সিরাজ সিকদার ও মো. হৃদয়ের নাম পাওয়া গেছে। তাদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সুমন খানকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শরীয়তপুর সার্কিট হাউজ মিলনায়তনে মতবিনিময় সভায় আগমন উপলক্ষে জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার ও সংসদ সদস্য বিএম মোজাম্মেল হকের সমর্থকরা সেতুমন্ত্রীকে স্বাগত জানাতে জাজিরা টিঅ্যান্ডটি মোড়ে দাঁড়ায়। অপর গ্রুপ এসে মোড় দখল করার চেষ্টা করে।

এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে ঘন্টাব্যাপী চলে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা উভয় গ্রুপের কমপক্ষে ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাজিরা থানা পুলিশ লাঠিচার্জ শুরু করে।

এ বিষয়ে জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার বলেন, ‘সেতুমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা জাজিরা টিঅ্যান্ডটি মোড়ে নেতাকর্মীদের নিয়ে জড়ো হই। এ সময় প্রতিপক্ষ এমপি সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক তালেব চৌকিদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রতন সরদারসহ ১৫ থেকে ২০ জন এসে আমাদের ব্যানার ছিনিয়ে নিতে চায়। এতে তাদের সঙ্গে ধাক্কধাক্কিতে আমাদের দুই-তিন জন নেতাকর্মী আহত হন।’

জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে স্বাগত জানাতে টিঅ্যান্ডটি মোড়ে জড়ো হই। এ সময় মোবারক আলী সিকদারের নেতৃত্বে তার সমর্থকরা এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার বলেন, গতকাল সন্ধ্যায় শরীয়তপুর সার্কিট হাউস মিলনায়তে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মতবিনিময় সভা করার কথা থাকলেও অনিবার্য কারণে তা বাতিল করা হয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, জাজিরা আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নারী পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা কর্মী আহত হয়। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সংঘাত এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া