adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘অভিজিত হত্যাকারী গ্রেফতার না হলে দায় সরকারের’

18cbe1a6d138815aa219cfbfd4060477-AZI0181নিজস্ব প্রতিবেদক : লেখক ও ব্লগার অভিজিত রায় হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে মিলিত হয়েছেন ছাত্র-শিক্ষক, সাংস্কৃতিক-মানবধিকার কর্মী ও রাজনৈতিক নেতারা। তারা এ হত্যাকাণ্ডের দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন। শুক্রবার বেলা ১১টায় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ থেকে তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, ভাইভার, মোবাইল ফোনে কথা বললে সরকার জানতে পারে। কিন্তু গত এক বছর ধরে ফেসবুকে অভিজিতকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা সরকারের নজরে আসেনি, তা হতে পারে না। এ ছাড়া যেখানে হত্যা করা হয়েছে তার চারপাশে পুলিশের অবস্থান ছিল। ২০০ গজ দূরেই ছিল শাহবাগ থানা। হত্যাকাণ্ডে সময় পুলিশের কী কাজ ছিল, এর জবাব পুলিশকে দিতে হবে। গোয়েন্দাদের জবাব দিতে হবে। 
বক্তারা অবিলম্বে অভিজিত হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে এই হত্যাকাণ্ডে জন্য তারা ধর্মান্ধ রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন। 

এদিকে শুক্রবার সকালে অভিজিতের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায় বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি। সে সময় অজয় রায় বলেন, ‘জামায়াতের উসকানিতেই আমার ছেলেকে হত্যা করেছে ধর্মান্ধরা। এর সুষ্ঠু বিচার চাই।’ 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাবি শিক্ষক অধ্যাপক এম এম আকাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূইয়া, সাংবাদিক কামাল লোহানী, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশ গুপ্ত, মানবাধিকার কর্মী খুশী কবির, হামিদা হোসেনসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া