adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বায়ার্ন ট্র্যাজেডির পর বার্সা ছাড়ার কথা কর্তৃপক্ষকে জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের পর বার্সেলোনার লিওনেল মেসি আর কোচ কিকে সেতিয়েনের সব যেনো ওলট পালট হয়ে গেছে। ৮ গোল খাওয়ায় কোচ ইতিমধ্যে চাকরী হারিয়েছেন। এবার মেসিও বার্সেলোনা ছাড়ার কথা ভাবছেন। তাকে নিয়ে জল্পনা চলছে বার্সাজুড়ে। এরই মধ্যে তিনি ক্লাব কর্তৃপক্ষকে নিজের ইচ্ছের কথা জানিয়ে দিয়েছেন বলেও খবর।

স্প্যানিশ সংবাদমাধ্যমে অনেক আগে থেকে বলা হচ্ছিল বার্সায় সুখী নন আর্জেন্টাইন তারকা। ‘বায়ার্ন ট্র্যাজেডি’র পর তা আরো বেশি করে ডানা মেলেছে। বার্সেলোনার সঙ্গে ২০২১ সাল পর্যন্ত মেসির চুক্তি। তবে দলের লজ্জাজনক হারের পর মেসি এতটাই ভেঙে পড়েছেন যে, ২০২০ সালের শেষ পর্যন্তও নাকি থাকতে চাইছেন না।

ব্রাজিলের এস্পোর্তে ইনতারেতিভোর প্রতিবেদনে বলা হচ্ছে, মেসি ক্লাব কর্তৃপক্ষকে তার সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন। যে সাংবাদিক খবরটি সামনে এনেছেন তিনি মার্সেলো বেচলার। এই সাংবাদিকই নেইমারের বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দেওয়ার খবর প্রথম সামনে এনেছিলেন। তাই মেসির খবরটিও বেশ গুরুত্ব পাচ্ছে।

মেসের ‘বাই আউট ক্লাজ’ অবশ্য আকাশ ছোঁয়া। ৭০০ মিলিয়ন পাউন্ড মিটিয়ে কোন ক্লাব তাকে নিতে পারবে সেটিও একটি বিষয়। তবে মেসিকে পেতে আগ্রহী অনেকেই।

কিছুদিন আগেই ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলানের কথা সামনে এসেছে। আর এবার নতুন করে যখন মেসির বার্সা ছাড়ার আলোচনায়, তখন সানডে মিরর তাদের প্রতিবেদনে বলছে, ম্যানচেস্টার সিটিই মেসিকে দলে ভেড়াতে এগিয়ে। অনেকে মনে করেন পেপ গার্দিওলা ক্লাবটিকে কোচ হিসেবে থাকায় মেসির সঙ্গে তার পুনর্মিলনীর সম্ভাবনা প্রবল।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো বলছে, এই গ্রীষ্মে যে ৫ ফুটবলারকে ধরে রাখতে চায় বার্সা, তার মধ্যে মেসি অন্যতম। – সানডে মিরর/ মার্কা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া