adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে ক্ষমতা হস্তান্তর নিয়ে সংশয়!

Myanmar-1আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের আংশিক ফল ঘোষণা অনুযায়ী অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। দেশটির প্রেসিডেন্ট জেনারেল থেইন সেইন বুধবার এক বার্তায় এনএলডি ও দলীয় প্রধান অং সান সুচিকে অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন।
প্রেসিডেন্টের পক্ষে তথ্যমন্ত্রী ই হতুত বিষয়টি জানিয়েছেন বলে এনএলডির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে শান্তিতে নোবেল জয়ী গণতন্ত্রপন্থী নেত্রী সুচি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য বৈঠক আয়োজনে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। সুচির সে আহবানেও সাড়া দিয়েছেন প্রেসিডেন্ট। বলেছেন, খুব শিগগির বিষয়টি নিয়ে বৈঠকের আয়োজন করা হবে।
কিন্তু মিয়ানমারের ক্ষমতার মূল নিয়ন্ত্রক সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় বৈঠকের আয়োজন করতে প্রেসিডেন্টের পাশাপাশি দেশটির সেনাপ্রধান মিয়ান অং হলিংকেও চিঠি দেন সুচি। কিন্তু সেনাপ্রধান এখন পর্যন্ত কোনো সাড়া দেনটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুচি ও দেশটির সেনাপ্রধানের মধ্যকার সম্পর্ক ভঙ্গুর অবস্থায় রয়েছে। বিবিসি ও আলজাজিরাসহ অন্যান্য গণমাধ্যমে দাবি করা হয়েছে, সুচির আহবানে সাড়া দিয়ে সেনাবাহিনী বলেছে, তারা নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় বসবে না।
এদিকে, রবিবার নির্বাচন অনুষ্ঠিত হলেও এ পর্যন্ত পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হয়নি। সর্বশেষ খবর অনুযায়ী দেশটির নির্বাচন কমিশন ৪৭ শতাংশ ফল ঘোষণা করেছে। যাতে ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে এনএলডি। বাকী আসনগুলোতে একই হারে এগিয়ে থাকলে এনএলডি একক সংখ্যাগরিষ্ঠতাও পেয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, মিয়ানমারের সংবিধান অনুযায়ী দেশটির মোট আসনের ২৫ শতাংশ সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। তাছাড়া ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি ডেভালপমেন্ট পার্টিও সেনা সমর্থিত। ২০১১ সালের নির্বাচনে সেনাসমর্থিত তথাকথিত বেসামরিক সরকার ক্ষমতাগ্রহণ করে।
উল্লেখ্য, ১৯৯০ সালের নির্বাচনেও এনএলডি জয়লাভ করেছিল। কিন্তু দেশটির সেনাবাহিনী সে ফল বাতিল করে ক্ষমতা কুক্ষিগত করে। সেই আশঙ্কা এখনও পিছু ছাড়ছে না। তাছাড়া নির্বাচনে জয়ী হলেও দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না সুচি। বিদেশী নাগরিককে বিয়ে এবং সন্তানরা বিদেশী নাগরিক হওয়ায় তার প্রেসিডেন্ট হওয়ার পথে সাংবিধানিক বাধা রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া