adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুদকে সম্পদ বিবরণী দাখিল করলেন এমপি আসলাম

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আসলামুল হক দুর্নীতি দমন কমিশনে (দুদক)  এসে সম্পদ বিবরণী দাখিল করেছেন।মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এসে তিনি দুদক সচিব ফয়জুর রহমান চৌধুরীর কাছে নিজের ও স্ত্রী মাকসুদা হকের সম্পদ বিবরণী জমা  দেন।দুদকের উচ্চ পর্যায়ের সূত্র সম্পদ দাখিলের বিষয়ে নিশ্চিত করেছেন।অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৫ মার্চ এমপি আসলামকে জিজ্ঞাবাসাবাদ করে দুদক। দুদকের উপ-পরিচালক শেখ মেজবাহ উদ্দিন তার দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করছেন।দশম জাতীয় সংসদ নির্বাচনে আগে হলফনামায় এমপি আসলাম উল্লেখ করেন, তিনি ও তার স্ত্রী এখন ১৪৫ দশমিক ৬৭ একর জমির মালিক। এই জমির দাম উল্লেখ করা হয় এক কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৫শ’টাকা। পাঁচ বছরে স্বামী-স্ত্রীর জমি বেড়েছে ১৪০ একরের বেশি। এই বাড়তি জমির মূল্য তিনি দেখিয়েছেন মাত্র এক  কোটি ৭২ লাখ ৩০ হাজার টাকা।প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি কমিশনের নিয়মিত বৈঠকে আসলামুল হকসহ সাতজনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া