adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির কারণে টার্মিনাল ভেসে গেল পদ্মায়

ডেস্ক রিপাের্ট : পদ্মায় অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির কারণে শিমুলিয়া-কাঠালবাড়ী রুটের ফেরি টার্মিনাল ও এর সংযোগ সড়কের একাংশ ভেসে যাওয়ায় মঙ্গলবার দুপুর থেকে রো-রো ফেরি চলাচল স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান খাজা মিয়া বলেন, ফেরিঘাট ও অ্যাপ্রোচ রোডের একটা অংশ নদীগর্ভে চলে গেছে। আমরা বিকল্প ব্যবস্থার চেষ্টা করছি। নদীতে তীব্র স্রোত রয়েছে। যদি বিকল্প ব্যবস্থা না করতে পারি, তবে সব যানবাহনকে পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহার করার অনুরোধ করব।

তিনি জানান, বিপুল সংখ্যক যানবাহন পদ্মার দুপাশে পার হওয়ার অপেক্ষায় আছে। বর্তমানে এই রুটে পাঁচটি ছোট ফেরি চলছে। ফেরিতে নদী পার হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। সাধারণত নদী পার হতে দুই ঘণ্টা সময় লাগলেও এখন তিন ঘণ্টারও বেশি সময় লাগছে।

শিমুলিয়া ঘাটের এক কর্মকর্তা জানান, ফেরি নোঙরের পিলারগুলো ভেসে যাওয়ায় ফেরি টার্মিনালটি এখন নদীতে ভাসছে।

তিনি বলেন, ফেরিঘাট সংযোগ রাস্তা, বিআইডব্লিউটিসি এর খাবারের দোকান ও মসজিদ ভেসে গেছে নদীতে। প্রায় দেড় শতাধিক গাড়ি নদী পার হওয়ার অপেক্ষায় আছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া