adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হোল্ডারকে টপকে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে স্টোকস

স্পোর্টস ডেস্ক : সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ দলের হেড কোচ ফিল সিমন্স বলেছিলেন, ‘এটা হবে স্টোকস বনাম হোল্ডার সিরিজ।’ আসলেও তাই। প্রথম টেস্টে বল হাতে নৈপুণ্য দেখিয়ে উইন্ডিজকে জেতান হোল্ডার। দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে মুন্সিয়ানা দেখালেন স্টোকস। ইংল্যান্ডও ম্যাচটা জিতে সমতা আনলো সিরিজে। আর পুরস্কার হিসেবে স্টোকস পেলেন অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান।

২০০৬ সালের পর প্রথম ইংলিশ অলরাউন্ডার হিসেবে টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন স্টোকস। শেষবার এমন কৃতিত্ব দেখিয়েছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। ২৯ বছর বয়সী স্টোকসের বর্তমান রেটিং পয়েন্ট ৪৯৭। গত ১২ বছরে স্টোকসের চেয়ে ভালো রেটিং পয়েন্ট অর্জন করতে পেরেছেন কেবল জ্যাক ক্যালিস।

২০০৮ সালে সাবেক প্রোটিয়া এই অলরাউন্ডারের রেটিং ছিল ৫১৭।

চলমান টেস্ট সিরিজ শুরুর আগে শীর্ষ স্থানধারী হোল্ডারের চেয়ে ৫৪ পয়েন্ট পিছিয়ে ছিলেন স্টোকস। সাউদাম্পটে প্রথম ম্যাচে জো রুটের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেন স্টোকস। ব্যাট হাতে দুই ইনিংসে যথাক্রমে ৪৩ ও ৪৬ রান এবং বল হাতে মোট ৬ উইকেট (৪+২) নিয়েছিলেন তিনি। তবে ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ ও দ্বিতীয় ইনিংসে ৫৭ বলে ৭৮* রানের ঝড়ো ইনিংস খেলে পাদপ্রদীপের আলোটা নিজের দিকে টেনে নেন স্টোকস। দুই ইনিংস মিলিয়ে ৩টি উইকেটও নিয়েছেন এই পেস অলরাউন্ডার।

ম্যাচজয়ী পারফরম্যান্সে হোল্ডারের চেয়ে ৩৮ পয়েন্ট এগিয়ে এখন শীর্ষে অবস্থান স্টোকসের। টেস্ট ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়েও তিন উঠে এসেছেন তিন নম্বরে। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেনকে। এ তালিকায় শীর্ষে আছেন স্টিভ স্মিথ। দ্বিতীয় স্থানে ভারতের বিরাট কোহলি।
ম্যানচেস্টারে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নেয়া স্টুয়ার্ট ব্রডেরও উন্নতি হয়েছে। বোলার র‌্যাঙ্কিংয়ে সতীর্থ জেমস অ্যান্ডাসনকে টপকে তিনি উঠে এসেছেন দশে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া