adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘যৌন হয়রানির শিকার হচ্ছেন নারী এমপিরাও’

woman-mp_samakal_bbc_245328আন্তর্জাতিক ডেস্ক : নারী সংসদ সদস্যদের কাজের ক্ষেত্রে বৈষম্য, যৌন হয়রানি এবং সহিংসতা একটি বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সংসদ সদস্যদের (এমপি) আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

আইপিইউ মনে করে, এর ফলে লিঙ্গসমতা ব্যাহত হচ্ছে ও গণতন্ত্রের ভীত দুর্বল হয়ে পড়েছে। খবর বিবিসি বাংলার

বিশ্বের পাঁচটি অঞ্চলের ৩৯টি দেশের ৫৫ জন নারী এমপির সাক্ষাৎকার নিয়ে গবেষণাটি পরিচালনা করে সংসদ সদস্যদের আন্তর্জাতিক সংগঠনটি। এতে বিভিন্ন পর্যায়ে মানসিক, যৌন এবং শারীরিক নির্যাতনের সমস্যার চিত্র উঠে এসেছে।

আইপিইউ মহাসচিব মার্টিন চুংগং বলেছেন, 'এটি কিছুসংখ্যক নারী এমপিকে নিয়ে করা একটি জরিপ হলেও, এটা পরিষ্কার যে এই সমস্যা আরও অনেক বিস্তৃত ও আমরা যা ধারণা করি তার চেয়েও বেশি ঘটনা খবরের বাইরে থেকে যাচ্ছে।'

তিনি আরও বলেন, 'পার্লামেন্টারি কমিউনিটিকে বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে আরও বেশি মুখ খুলতে হবে এবং রাজনীতিতে নারীদের সম্পৃক্ততার মূল্য হিসেবে এটা যে কোনোভাবেই মেনে নেয়া হবে না—সেটি খোলাসা করতে হবে।'

গবেষণায় অংশ নেয়া এমপিদের ৮১ শতাংশের বেশি কোনো না কোনোভাবে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

৪৪ শতাংশ বলেছেন, মৃত্যুর হুমকি যেমন পেয়েছেন, তেমনি ধর্ষণ, মারধর কিংবা অপহরণের হুমকিও পেয়েছেন। এমনি সন্তানদের হত্যা কিংবা অপহরণের হুমকিও এসেছে।

বাংলাদেশের জাতীয় সংসদেও নারী সদস্যদের অংশগ্রহণ বাড়ছে। তবে তাদের দিক থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ এখনও শোনা যায়নি।

ইউরোপীয় একজন নারী এমপি জানান, সামাজিকমাধ্যম মানসিক হেনস্তার একটি বড় ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি বলেন, 'একবার আমাকে টুইটারে টানা চার দিন ধরে ৫শ'রও বেশি ধর্ষণের হুমকি দেয়া হয়।'

এশিয়া অঞ্চলের একজন এমপি তার অভিজ্ঞতায় বলেন, 'আমাকে আমার ছেলের ব্যাপারে বিভিন্ন তথ্য যেমন তার বয়স, তার স্কুল, সে কোন শ্রেণিতে পড়ে ইত্যাদি লিখে তাকে অপহরণের হুমকি দেয়া হয়।'

যৌন নির্যাতনকে তারা বর্ণনা করেছেন অনেকটা 'সাধারণ চর্চা' হিসেবে। কুড়ি শতাংশ নারী এমপি তাদের সঙ্গে যৌন নির্যাতন হয়েছে বলে জানিয়েছেন এবং তাদের সাত ভাগের বেশি শারীরিক সম্পর্ক স্থাপনে তাদেরকে বাধ্য করা হয়েছে বলেও জানান।

শারীরিক নির্যাতনের কারণে আহত হওয়ার কথাও উঠে এসেছে। সংসদে নারী সদস্যদের ওপর পুরুষ এমপিদের 'মুরুব্বিয়ানা' দেখানোর অভিযোগও তুলেছেন কেউ কেউ।

ইউরোপীয় পার্লামেন্টের একজন সদস্য বলেন, 'নারী সদস্যরা উচ্চস্বরে কথা বললে যেভাবে মুখে আঙুল দিয়ে থামতে ইঙ্গিত দেয়া হয়, পুরুষদের বেলায় তেমনটি কখনও হয় না।'

নারীর প্রতি বৈষম্যের বিষয়টিও উঠে এসেছে সমানভাবে। এমপি হিসেবে দায়িত্ব পালনকালে ৬৫ শতাংশেরও বেশি নারীকে বিভিন্ন সময় অবমাননাকর মন্তব্য শুনতে হয়েছে।

নারী এমপিদের বক্তব্যে যেসব বিষয় উঠে এসেছে তার বিষয়ে পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থা নিতে বিভিন্ন দেশের সংসদদের প্রতি আহ্বান জানিয়েছে আইপিইউ।

আইপিইউ বলছে, এসব বিষয়ে সমাধান পেতে হলে এই সমস্যা যে রয়েছে সে বিষয়ে মুখ খুলতে হবে এবং নিরবতা ভেঙে এসব হয়রানি ও নির্যাতনের ঘটনাগুলো প্রকাশ করতে হবে। সেজন্য সকল নারী ও পুরুষ এমপিদের ভূমিকা রাখার কথা বলা হয়েছে সাংসদদের এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া