adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকফ্রেঞ্জির লকডাউন লাইভে সালাউদ্দিন, আমার স্বপ্ন ছিলো ক্রিকেটার হবো

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ক্রিকেটে অতি পরিচিত একজন মুখ মোহাম্মদ সালাহউদ্দিন। অভিজ্ঞ এই কোচের হাত ধরেই উঠে এসেছেন তামিম, সাকিবদের মতো তারকা ক্রিকেটাররা। কিন্তু ক্যারিয়ারের শুরুতে কোচিংকে পেশা হিসেবে নেয়ার ইচ্ছা মোটেই ছিল না সালাহউদ্দিনের। বরং একজন ক্রিকেটার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তিনি। আর সেই লক্ষ্যেই ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছিলেন ছোটবেলা থেকে।

কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি সালাহউদ্দিনের। বিকেএসপির সাবেক এই ছাত্রের ইচ্ছা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে ইনজুরির করাল গ্রাসে। তবে ক্রিকেটার না হতে পারলেও খেলাটির সঙ্গেই কাজ করে যাচ্ছেন তিনি দীর্ঘদিন ধরে। কোচিংকে পেশা হিসেবে বেঁছে নিয়ে চালিয়ে যাচ্ছেন ক্রিকেটার গড়ার মিশন।

ক্রিকফ্রেঞ্জির লকডাউন লাইভে এসে এসব নিয়েই কথা বলেছেন অভিজ্ঞ কোচ সালাহউদ্দিন। অনুষ্ঠানের শুরুর দিকে সঞ্চালক কাজী সাবির জানতে চেয়েছিলেন সালাহউদ্দিনের ক্যারিয়ার প্রসঙ্গে। তিনি প্রশ্ন করেন, ‘আপনি বিকেএসপির ছাত্র ছিলেন। ক্রিকেটও খেলতেন। ইনজুরির কারণে ক্যারিয়ারটি লম্বা হয়নি। কিন্তু কোচ হওয়ার শখটা কেন হলো?
সেই প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, আসলে কোচ আমি হতে চাইনি। ইচ্ছে ছিল ভালো ক্রিকেটার হবো। আর তাই ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করতাম। তাই বলে এমন না যে আমি ফাঁকি মারতাম। আমার ফাঁকি দেয়ার অভ্যাস কখনো ছিল না। আমার মনে হয় অতিরিক্ত পরিশ্রম করতাম এবং বিশ্রামও কম নিতাম। এই কারণে আসলে ইনজুরিটা হয়।’
ইনজুরিতে পড়ার পরও বিকেএসপিতে নিয়মিত আসতেন সালাহউদ্দিন। নিজেকে ফিট রাখতে সেখানকার ছাত্রদের সঙ্গে অনুশীলন করতেন তিনি। সেসময় দেশের আরেক প্রতিথযশা কোচ নাজমুল আবেদিন ফাহিমের পরামর্শে কোচিং করানো শুরু করেন সালাহউদ্দিন।

এই প্রসঙ্গে তার ভাষ্য, এরপর বিকেএসপিতে আসতাম আমার ইনজুরি ঠিক করার জন্য। সেসময় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়তাম। তখন ফাহিম স্যার আমাকে একদিন বললেন যে তুমি যেহেতু এখানে আসো তাই ছেলেদের একটু অনুশীলনও করাও। পার্টটাইম চাকরিও করলে এই ফাঁকে। আমি মনে করলাম বিশ্ববিদ্যালয় তো কাছেই আছে, যেহেতু আমি জাহাঙ্গীরনগরে পড়ি, সেখান থেকে আসতে আমার বেশি সময়ও লাগবে না। আমার নিজের ফিটনেসটাও ঠিক হবে সেই সঙ্গে ছেলেদের সঙ্গে অনুশীলন করলাম, ওদের দেখিয়ে দিলাম।

সেই থেকেই কোচিং করানোর প্রতি আগ্রহ তৈরি হয় সালাহউদ্দিনের। তিনি আরও বলেন, ‘তখন যে আসলাম এরপরেই আমার মধ্যে কোচিং করানোর একটি আগ্রহ বেড়ে উঠে। আমি দেখলাম যে ছেলেদের কোচিং করাতে ভালোই লাগে। এরপরে যখন ঢাকা লিগ খেলতে গেলাম তখন দেখলাম যে আসলে আমার টিকে থাকাটা সম্ভব না (খেলোয়াড় হিসেবে)। তখন আমি স্যারকে কল দিয়ে বললাম যে আমি আর খেলাধুলা করবো না। এরপর স্যার আমাকে চলে আসতে বললেন। তখন থেকেই আসলে শুরু।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া