adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশি অতিথিরা আসতে অপারগতা জানানাের পরই সরকার করােনা আক্রান্তের বিষয়টি স্বীকার করেছেন, বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আসতে অপারগতা জানানোর পরই সরকার দেশে করোনা আক্রান্তের বিষয়টি স্বীকার করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের দুইটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিদেশি মেহমানরা যখন আসতে অপারগতা প্রকাশ করছেন, তখন সরকার করোনাভাইরাসের রোগী পাওয়ার কথা স্বীকার করেছে।’

রবিবার রাতে মুজিববর্ষ উদ্‌যাপন কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষের আগামী ১৭ মার্চে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জনসমাগম হচ্ছে না।

বিদেশি অতিথিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদেশি অতিথি আসার কথা ছিল আপনারা জানেন। সেখানে আমাদের বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে অনেকের আসার কথা ছিল। যেহেতু আমরা বর্তমান কর্মসূচিটিকে পুনর্বিন্যাস আকারে করছি, সেহেতু নতুন কর্মসূচি আপনাদের জানিয়ে দেওয়া হবে।’

এর আগে বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

বিকেল ৪টার দিকে আইইডিসিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্তদের দুজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে দুজন ইতালি ফেরত। একজন এক ইতালিপ্রবাসীর পরিবারের সদস্য।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া