adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিটিশ ত্রাণকর্মীর ‘শিরশ্ছেদের’ ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ায় লড়াইরত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে তাদের হাতে বন্দী এক ব্রিটিশ নাগরিকের শিরশ্ছেদের কথা বলা হয়েছে।
ব্রিটিশ নাগরিক ডেভিড হেইনস ফরাসি সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কোঅপারেশন অ্যান্ড ডেভলেপমেন্টে (এসিটিইডি) কর্মরত অবস্থায় গত বছর অপহৃত হন। ৪৪ বছর বয়সী হেইনসের দুই ছেলে-মেয়ে রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের দুই নাগরিকের শিরশ্ছেদ করে ইসলামিক স্টেট। ইরাকে তাদের ওপর হামলার জবাবে ওই দুই মার্কিনিকে হত্যা করা হয় বলে আইএসের ভিডিওতে বলা হয়।
শনিবার প্রকাশিত ভিডিওতে আইিএসের হাতে ‘বন্দী’ আরেক ব্রিটিশ নাগরিককে হত্যার হুমকি দেয়া হয়েছে।
‘আমেরিকার দোসরদের প্রতি বার্তা’ শিরোনামের ওই ভিডিওর শুরুতে দেখা যায়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইসলামিক স্টেটকে দমনে ইরাক সরকার ও তাদের মিত্র কুর্দি পেশমারজা বাহিনীর সঙ্গে কথা বলছেন।
ভিডিওতে দেখা যায়, কমলা গাউন পরা হেইনস হাঁটু গেড়ে বসে আছেন। তার পাশে দাঁড়ানো কালো পোশাকের এক মুখোশধারীকে বলতে শোনা যায়, ক্যামেরন, ইসলামিক স্টেটের বিরুদ্ধে পেশমারজাকে অস্ত্র দেয়ার তোমার প্রতিশ্র“তির মূল্য দিতে হবে এই ব্রিটিশকে,এরপর নতজানু হয়ে থাকা ব্যক্তির শিরশ্ছেদের চিত্র দেখা যায়।
ভিডিওটির শেষদিকে আরেক বন্দীকে দেখানো হয় এবং মুখোশধারীকে বলতে শোনা যায়, ক্যামেরন ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখলে তাকেও হত্যা করা হবে।
হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে খুনীদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ডেভিড ক্যামেরন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া