adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নতুন সাকিব, তামিমের খোঁজে স্কুল ক্রিকেট শুরু হচ্ছে ৫ জানুয়ারি

image-14887ক্রীড়া প্রতিবেদক : ৫ জানুয়ারি থেকে স্কুল ক্রিকেট খেলা মাঠে গড়াবে। জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত মোট ৯৬৫ ম্যাচ অনুষ্ঠিত হবে। মার্চের মাঝামাঝি সময়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনাল হবে।

৪ জানুয়ারি বুধবার দুপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহৎ এ আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সুজনসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী ও ব্যাংকটির জনসংযোগ শাখার প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন

জেলা পর্যায়ে মোট ম্যাচের সংখ্যা ৯০১। জেলা চ্যাম্পিয়নরা অংশ নেবে বিভাগীয় পর্যায়ে। এ পর্যায়ে হবে ৫৭ ম্যাচ। জাতীয় পর্যায়ে ৭ ম্যাচ শেষে নির্ধারিত হবে স্কুল ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন।

স্কুল ক্রিকেট নিয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘দেশের ক্রিকেটের পাইপলাইন তৈরিতে দারুণ ভূমিকা রাখছে স্কুল ক্রিকেট। আমিও স্কুল ক্রিকেট খেলেই জাতীয় পর্যায়ে এসেছি। বহু ক্রিকেটারের হাতেখড়ি এখান থেকে। আশা করি স্কুল ক্রিকেট থেকে আগামীর সাকিব-তামিমরা বেরিয়ে আসবে। ’

বর্তমানে স্কুল ক্রিকেট খেলা ১৭জন ক্রিকেটার খেলছে অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের হয়ে। এছাড়া অনূর্ধ্ব- ১৭ জাতীয় দলের হয়ে খেলছেন স্কুল ক্রিকেট থেকে বাছাইকৃত ১৬ ক্রিকেটার।

স্কুল ক্রিকেটের এবারের আসরে ঢাকা বিভাগ থেকে অংশ নিচ্ছে সর্বোচ্চ সংখ্যক ১২৪টি স্কুল। এছাড়া চট্টগ্রামের ৮৮, খুলনার ৮০, রাজশাহীর ৬৮, রংপুরের ৬৮, বরিশালের ৪০, সিলেটের ৩৬ ও ঢাকা মেট্রোর ৩২টি স্কুল অংশ নেবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া