adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ককটেল হামলা ব্যবসায়ীদের অনশনে

Strike-1423895355নিজস্ব প্রতিবেদক : কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে পোশাকশিল্প ব্যবসায়ীদের প্রতীকী অনশনস্থলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুজন।
চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে দেশের অর্থনীতিকে বাঁচাতে শনিবার বেলা ১১টা থেকে প্রতীকী অনশন শুরু করে সব পোশাকশিল্প ব্যবসায়ী সংগঠন। কর্মসূচি চলবে সন্ধ্যা পর্যন্ত।
কর্মসূচি চলাকালে দুপুর সোয়া ১২টার দিকে কে বা কারা অনশনস্থলে একটি ককটেল নিক্ষেপ করে। এতে দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। অনশনে বিজিএমইএ সভাপতিসহ অংশ নিয়েছেন এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এ কে আজাদ, বিজিএমইএ সহসভাপতি শহিদউল্লাহ আজিম, দ্বিতীয় সহসভাপতি রিয়াজ বিন মাহমুদ, এস এম মান্নান, ঢাকা চেম্বারের প্রাক্তন সভাপতি আসিফ ইব্রাহিম, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি, বিটিএমইএর সভাপতি তপন চৌধুরী, বিজিএমইএর প্রাক্তন সভাপতি মোস্তফা গেলাম কুদ্দুস, আব্দুস সালাম মুর্শেদী, প্লাস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দীন ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
প্রতীকী অনশনে কাজ না হলে ধারাবাহিক কর্মসূচিসহ প্রয়োজনে আইনের আশ্রয় নেবে বলে ব্যবসায়ীরা ঘোষণা দেন। ব্যবসায়ীদের পেটে লাথি না মেরে রাজনীতিবিদদের সমস্যা রাজনীতি দিয়ে সমাধানের আহ্বান জানান তারা। 
অনশনের আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ নিট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও বিজিএমইএ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া