adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় সালমারা, আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

নিজস্ব প্রতিবেদক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে একদমই নিজেদের মেলে ধরতে পারছে না সালমাবাহিনী। আসরের দুই বড় শক্তির বিরুদ্ধে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে এক-আধটু প্রতিরোধ গড়ে ১৮ রানে ম্যাচ হারলেও দ্বিতীয় খেলায় স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে রীতিমত অসহায় আত্মসমার্পণ। ৮৬ রানের বড় ব্যবধানে অজিদের কাছে হেরে যায় টাইগ্রেসরা। এবার তাদের সামনে আরেক শক্ত প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

মেলবোর্নে বাংলাদেশ সময় ভোর ৬টায় দুই দল মুখোমুখি হবে। এই ম্যাচের ফলাফল নিয়ে বাংলাদেশ দলের অধিনায়কের ইতিবাচক মন্তব্য নেই। গতকাল অনুশীলন শেষে শুধু বললেন, হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে আমরা সবাই চেষ্টা করবো। বিশ্বকাপে নিউজিল্যান্ডও অনেক শক্তিশালী দল। সালমা বললেন, অলরাউন্ড পারফরমেন্স করতে না পারলে ম্যাচে টিকে থাকা যায় না। আমাদের দলে এটাই বড় সমস্যা।

নিউজিল্যান্ডের অধিনায়ক সেফিডিভাইন বলেন, আমরা কখনোই সরাসরি শিরোপা জয়ের কথা বলি না। আমরা ধাপে ধাপে লক্ষ্য পূরণ করে শিরোপা জয়ের আশা করি। চলমান বিশ্বকাপে আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনালে খেলা। বাংলাদেশকে হারিয়ে সেই লক্ষ্য পূরণ করতে পারবো বলে আমার বিশ্বাস। অধিনায়ক বলেন, সালমাদের গত দুই ম্যাচ দেখেছি। তাদের ব্যাটসম্যানদের মধ্যে ধৈর্য্যরে ঘাটতি রয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। তবে দলের প্রতিটি খেলোয়াড়ের শারীরিক ফিটনেস ভালো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া