adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবলীলায় এতাে মিথ্যা কথা বলছে সরকারের লোকেরা : ফখরুল

F I ALAMGIRনিজস্ব প্রতিবেদক : সরকারি দলের লোকেরা অবলীলায় মিথ্যা বলছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কক্সবাজারে যাওয়ার সময় লাখ লাখ মানুষ দেশনেত্রীকে দেখতে এসেছে। এ সময় সরকারের লোকেরা কয়েক দফা হামলা করেছে। কিন্তু তারা অবলীলায় মিথ্যা বলে যাচ্ছে যে, বিএনপির দলীয় কোন্দলে এ হামলা হয়েছে।’

শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বিএনপির ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীর ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিলে ফখরুল এসব কথা বলেন। আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

গত শনিবার রোহিঙ্গাদের দেখতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সড়কপথে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা করেন। ফেনীর মহিপালে তাঁর গাড়িবহরে প্রথম দফায় হামলা করে দুর্বৃত্তরা। এতে গণমাধ্যমের গাড়িসহ কমপক্ষে ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন সাংবাদিকসহ বেশ কয়েকজন। পরে চট্টগ্রাম যাওয়ার পথে মিরসরাইয়ে আবার হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার ঢাকায় ফেরার পথে ফেনীতে আবারও খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এই ঘটনার শুরু থেকে বিএনপি এর জন্য সরকারি দলকে দায়ী করছে। তবে সরকারি দল থেকে বলা হচ্ছে এটা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের অংশ। মিডিয়া কাভারেজ পেতে তারা নিজেরাই এই হামলা করেছে। এই ঘটনার পর থেকে দুই দলের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে।

অনির্বাচিত সরকার রাষ্ট্রের স্তম্ভগুলোকে ধ্বংস করে দিয়েছে দাবি করে ফখরুল বলেন, ‘আজকে আমরা কঠিন সময় পার করছি। নির্বাচিত নয়, এমন একটা সরকার রাষ্ট্রের স্তম্ভগুলোকে ধ্বংস করে দিয়েছে। সরকারের প্রতারণা থেকে মুক্ত হতে হবে, একটাই পথ, জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতি হয়ে দাঁড়িয়েছে একটা হাতিয়ার। এ জন্য তরুণরা রাজনীতিকে ঘৃণা করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে, আস্থা হারিয়েছে বলেই ক্ষমতায় টিকে থাকার জন্য এমন করছে। আজ জাতীয় ঐক্য প্রয়োজন, ঐক্যবদ্ধ হয়েই সরকারকে হটাতে হবে। আমরা যদি এই অপশক্তিকে পরাজিত করতে পারি, তাহলেই এই দেশের মানুষের জীবনে শান্তি আসবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, হাবিবুর রহমান হাবিব, হেলেন জেরীন খান ও আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক বেগম জাহানারা সিদ্দিকী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া