adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাডিডাস ৩৫০ কোটি টাকায় ভারতের কিট স্পন্সর

স্পোর্টস ডেস্ক: ভারত দলের কিট স্পন্সর হতে যাচ্ছে অ্যাডিডাস। আগামী পাঁচ বছরের জন্য বিখ্যাত এই ক্রীড়া সরঞ্জাম ও পোশাক প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিসিসিআইয়ের সঙ্গে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেছে অ্যাডিডাস। পাঁচ বছরের এই সময়কালে তাদের চুক্তির মূল্য ৩৫০ কোটি টাকা। দেখা যাচ্ছে প্রতি ম্যাচ বাবদ প্রায় ৬৫ লাখ টাকা করে পাবে ভারতীয় বোর্ড। বর্তমানে কেকেসিএল এর অধীনস্থ কিলার জিন্স ভারতীয় দলের কিট স্পনসর হিসেবে রয়েছে। সেই ব্র্যান্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে শিগরিই। এরপর আগামী জুন মাস থেকে ২০২৮ সালের মার্চ পর্যন্ত চুক্তিতে থাকবে অ্যাডিডাস। – ক্রিকফ্রেঞ্জি

এর আগে এমপিএল স্পোর্টস ২০২০ সালের নভেম্বর থেকে ২০২৩ ডিসেম্বর পর্যন্ত তিন বছরের জন্য চুক্তি স্বাক্ষর করে। কিন্তু বিভিন্ন কারণবশত এমপিএল সেই চুক্তি শেষ হওয়ারর আগেই সরে যায়।

এমপিএলের আগে আমেরিকান ক্রীড়া সরঞ্জাম ও পোশাক প্রস্তুতকারী সংস্থা নাইকির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিল বিসিসিআই। তাদের সময়কাল ছিল ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত। এই চুক্তির জন্য তারা ৩৭০ কোটি টাকা বোর্ডকে প্রদান করেছিল।
এর আগে, অ্যাডিডাস মুম্বই ইন্ডিয়ান্স এবং ইংল্যান্ড ক্রিকেট দলের কিট স্পন্সর ছিল। বর্তমান ভারতীয় দলে ক্যাপ্টেন রোহিত শর্মা, কুলদীপ যাদব এবং ঋষভ পন্ত অ্যাডিডাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

ইংল্যান্ডের পর ভারতীয় ক্রিকেট দলের মাধ্যমে, অ্যাডিডাস আবার জাতীয় ক্রিকেট দলের বাজারে প্রবেশ করবে। ইংল্যান্ডের সঙ্গে স্পনসরশিপ চুক্তি শেষ করার পরে ক্রিকেট দলের মধ্যে নটিংহামশায়ার, সাউথ ইস্ট স্টারস এবং সারেকে স্পন্সর করেছে এই কোম্পানিটি। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া