adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লন্ডনে হইচই বাংলাদেশের ৭৯ কেজির মিষ্টি কুমড়া নিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক : চোরাচালানের মাধ্যমে দেশ-বিদেশে পণ্য পাচার ডাল-ভাতের মতোই ব্যাপার। সাধারণত নানারকম অবৈধ ও তিকারক কিংবা বেশ দামি পণ্যই এক দেশ থেকে আরেক দেশ পাচার করা হয়। কিন্তু সম্প্রতি প্রায় ৭৯ কেজি ওজনের একটি জায়ান্ট স্কোয়াস অর্থাৎ রীতিমতো দৈত্যাকৃতির একটি মিষ্টি কুমড়া আটক করার পর একেবারে হইচই পড়ে গেছে লন্ডনে! মিষ্টি কুমড়াটি আটকের পর তা খাবেন, নাকি জাদুঘরে রেখে দেবেন তা নিয়েই দ্বিধায় পড়ে গেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা! ইংল্যান্ডের বামিংহাম এয়ারপোর্টে বিশালাকৃতির এই মিষ্টি কুমড়ার চালানটি আটক করেছে সে দেশের কাস্টমস্কর্তৃপ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, কোনো যেনতেন দেশ নয়, খোদ আমাদের এই বাংলাদেশ থেকেই কুমড়াটি পাচার করা হয়েছে! বাংলাদেশ থেকে লন্ডনগামী এক যাত্রী অবৈধভাবে কুমড়াটি নিয়ে যাওয়ার সময় বামিংহাম এয়ারপোর্টে আটক হন। এই তথ্য নিশ্চিত করেছে প্রভাবশালী দুই সংবাদমাধ্যম ডেইলি মেইল এবং মিরর।এই বিশাল কুমড়াটি বাংলাদেশের ঠিক কোথায় ফলেছে তা জানা না  গেলেও মোটামুটি অনুমান করা যায়। মুন্সীগঞ্জেই মিষ্টি কুমড়ার সবচাইতে ভালো ফলন হয়। আর মুন্সীগঞ্জের মিষ্টি কুমড়া সাধারণত হয়েও থাকে বেশ বড়সড়।দৈর্ঘ্যে প্রায় চার ফুট এই দৈত্যাকার কুমড়াটির সঙ্গে বাংলাদেশ থেকে পাচার করে নেয়া প্রায় ৯৪ হাজার সিগারেট এবং ৭৯ কেজি মাছও জব্দ করেছে কর্তৃপ।এছাড়া একই সময় তিনটি শিপমেন্টে আসা প্রায় ৯০৭ কেজি পান আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপ। লন্ডনসহ পুরো ইংল্যান্ডেই বসবাসরত বাঙালি এবং দণি এশিয়ান জনগণের কাছে পান অত্যন্ত জনপ্রিয় বলে এটি প্রচুর পরিমাণে দেশটিতে আমদানিও হয়ে থাকে। আর তা সবজি হিসেবে। কিন্তু পানের ওই চালানটিতে যে পান ছিল স্যালমোনিলা নামের এক ধরনের বিষাক্ত উপাদানের উপস্থিতি থাকতে পারে সন্দেহ পানের চালানটি আটক করেছে কর্তৃপ। জানা গেছে, পরীা করার জন্য ল্যাবরেটরিতেও পাঠানো হয়েছে কিছু পান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া