adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পা ছুঁয়ে সালাম করে শিক্ষককে কান্নায় ভাসালেন তথ্যমন্ত্রী

ডেস্ক রিপাের্ট : সময়ের পরিক্রমায় ড. হাছান মাহমুদ আজ বাংলাদেশের তথ্যমন্ত্রী। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকও। দিন-রাত রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকতে হয় তাকে। তবে তিনি ভুলতে পারেননি চট্টগ্রামের সরকারি মুসলিম হাইস্কুল ও প্রিয় শিক্ষকের স্মৃতি।

ভালোবাসার টানে শুক্রবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শৈশবের স্মৃতি জড়ানো বিদ্যাপিঠ মুসলিম হাইস্কুলের ইংরেজির শিক্ষক মোহাম্মদ ইসহাকের বাড়িতে যান তথ্যমন্ত্রী। তিনি তার স্যারকে দেখতে গিয়ে পা ধরে সালাম করেন। তথ্যমন্ত্রী হওয়া প্রিয় ছাত্রকে পায়ে ধরে সালাম করতে দেখে চোখ ভিজে যায় প্রবীণ শিক্ষক মোহাম্মদ ইসহাকের। তথ্যমন্ত্রীও প্রিয় শিক্ষকের সান্নিধ্যে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় তথ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন একই ব্যাচের শিক্ষার্থী এসএম ইলিয়াছ দুলাল ও জামাল নাসের চৌধুরী।

প্রিয় শিক্ষকের সঙ্গে স্কুলজীবনের স্মৃতি রোমন্থন করতে গিয়ে ড. হাছান মাহমুদ বলেন, স্কুলজীবনে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ায় আপনি একবার আমার বাবাকে অভিযোগ দিয়ে বলেছিলেন আমি পড়ালেখার চেয়ে রাজনীতি নিয়ে ঘুরছি বেশি। এরপর বাবা আমাকে প্রচণ্ড পিটিয়ে ছিলেন। এ সময় প্রিয় ছাত্রের স্মৃতি রোমন্থনে শিক্ষক মো. ইসহাক আবারও আবেগাপ্লুত হয়ে পড়েন।

ফিরে যাওয়ার আগে আরেকবার প্রিয় শিক্ষকের পা ধরে সালাম করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শিক্ষক মোহাম্মদ ইসহাকও মাথায় হাত বুলিয়ে দোয়া করেন তথ্যমন্ত্রীকে।

১৯৭৮ সালে চট্টগ্রামের সরকারি মুসলিম হাইস্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ৮০ বছর পার করা এই গুণী শিক্ষক ১৯৯৪ সালে প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2019
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া