adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবে কারাবন্দিরা

ডেস্ক রিপাের্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘কারাগারকে বন্দিশালা নয়, সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে দেশের সকল বন্দিরা কারাগারে বসেই পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবে। এ লক্ষ্যে দেশের সকল কারাগারে বুথ স্থাপন করা হবে।’

বুধবার দুপুরে টাঙ্গাইল কারাগারে কারাবন্দিদের মোবাইল ফোনে কথা বলার প্রকল্প ‘স্বজন’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনের পর কারাগারের চারজন বন্দি তাদের পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।

তবে শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্য এবং অপহরণ ও চাঁদাবাজির মামলায় অভিযুক্তরা স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ সুযোগ পাবে না। এছাড়া নিরাপত্তার স্বার্থে বন্দিদের প্রতিটি কল রেকর্ড করা হবে। বুথে সার্বক্ষণিক কারারক্ষী নিয়োজিত থাকবে।

রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য কোনো দলকে বাধা দেয়া হচ্ছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিরাপত্তার জন্য এক স্থান থেকে অন্য স্থানে বা অন্য দিন কর্মসূচি পালন করার জন্য বলা হচ্ছে। গণতান্ত্রিক অধিকার সবারই রয়েছে। সবাই শান্তিপূর্ণ অবস্থায় তাদের গণতান্ত্রিক চর্চা করে থাকে। শুধু বিএনপি নয়, এই স্বাধীন দেশে সব দলই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন প্রমুখ। এসময় জেলা ও পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কারাগার থেকে বন্দিরা নিজেদের পরিবারের সঙ্গে কথা বলার জন্য ‘স্বজন’ প্রকল্প গ্রহণ করা হয়। এই কার্যক্রমের আওতায় বন্দিরা (হাজতি ও কয়েদি) কারাগারে আসার পর তাদের কাছ থেকে স্বজনদের দুটি মোবাইল ফোন নম্বর রাখা হবে। একজন বন্দি মাসে দুইবার ১০ মিনিট করে কথা বলার সুযোগ পাবেন। কথা বলার ক্ষেত্রে নারী, বৃদ্ধ ও বন্দিদের সঙ্গে আসা শিশুদের অগ্রাধিকার দেয়া হবে। এই কার্যক্রম বাস্তবায়নে কারাগারের ভেতর একটি কক্ষে চারটি ফোনবুথ তৈরি করা হয়েছে।

টাঙ্গাইল জেলা কারাগারের জেলার আবুল বাশার জানান, নির্ধারিত সময়ে কোনও বন্দি সরাসরি বুথে গিয়ে কথা বলতে পারবেন। বুথে ঢুকে নির্দিষ্ট বোর্ডে এক বা দুই চাপলে সফটওয়্যার থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট নম্বরে সংযোগ পাওয়া যাবে। নির্ধারিত সময় ১০ মিনিট পর স্বয়ংক্রিয়ভাবে কল কেটে যাবে। সময় শেষ হওয়ার তিন মিনিট আগে সতর্কসূচক ‘বিপ’ শোনানো হবে। নির্ধারিত সময়ের আগে বা পরে কল ডায়াল হবে না। শুধু নির্ধারিত সময়েই কল করতে হবে।’

বন্দিদের স্বজনরা নির্ধারিত সময়ে যেন কথা বলার জন্য প্রস্তুত থাকতে পারেন, সেজন্য আগের দিন তাদের মোবাইল ফোনে মেসেজ পাঠানো হবে বলেও জানান তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া