adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্র ঠেকিয়ে ট্রাভেল এজেন্সিতে ছিনতাই

ট্রাভেলস এজেন্সিতে ঢুকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইনিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে ইস্টার্ন ট্যুরস এ্যান্ড ট্রাভেলস এজেন্সিতে ঢুকে অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। বুধবার বিকেল পৌনে ৩টার দিকে ঘটনাটি ঘটে।
প্রতিষ্ঠানটি নিকেতন পার্কের পাশে ১ নম্বর রোডের ৪/এ ভবনে অবস্থিত। ট্রাভেলস এজেন্সির মালিক সম্রাট জানান, বিকেলে আটজন সন্ত্রাসী এজেন্সি অফিসে আসেন। এ সময় তিনজন তিনটি পিস্তল নিয়ে ভেতরে প্রবেশ করেন। বাকি পাঁচজন বাইরে দাঁড়িয়ে ছিলেন।
ওই সন্ত্রাসীরা অফিসের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করেন। এরপর প্রতিষ্ঠানটির ক্যাশবাক্স থেকে আনুমানিক দুই লাখ টাকা নিয়ে তারা পালিয়ে যান।
এজেন্সি মালিক আরও জানান, ক্যাশ বাক্সে মোট কত টাকা ছিল তা হিসেব বাদে বলা যাচ্ছে না। এ ঘটনায় গুলশান থানায় মামলা করবেন বলেও জানান তিনি। এ ব্যাপারে গুলশান থানায় যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ধরনের অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া