adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অতিরিক্ত ভাড়া আদায় করলে সহ্য করা হবে না: বললেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতিরিক্ত ভাড়া কোনোভাবেই সহ্য করা হবে না। অতিরিক্ত ভাড়া নিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিআরটিসির বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ এসেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিসিকে আলাদাভাবে শাস্তি থেকে রেহাই দেওয়া হবে না।

রাস্তা-ঘাটে চাঁদাবাজি না হয় সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থায় আছে বলে জানান তিনি।

এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে আশা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঈদযাত্রায় হাইওয়েতে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে। পদ্মার মাওয়া থেকে জাজিরা প্রান্তে প্রচণ্ড স্রোত রয়েছে। স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এজন্য এখানে (বাস টার্মিনালে) অনেকে এখন গাড়ি পাচ্ছেন না।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (৮ আগস্ট) আবহাওয়া বৈরী ছিল, ভারী বৃষ্টি ছিল। শুক্রবার ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক আছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ভারী বর্ষণ বাধা হয়ে না দাঁড়ালে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2019
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া