adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বিশ্বকাপে’ ভারতের শুভেচ্ছাদূত সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক : মহারাজের মুকুটে নতুন পালক। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবার পাওয়া যাবে নতুন ভূমিকায়।

২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে বসছে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৩০ মে থেকে শুরু হচ্ছে সেই বিশ্বকাপ। বিশ্বকাপের অন্যতম ফেভারিট কোহলি অ্যান্ড কোম্পানি। বাইশ গজে এই ক্রিকেট ডুয়েল শুরুর আগে আরও একটি বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ড ওয়েলসে।

লন্ডনের মাটিতে এবার পথচারী শিশুদের নিয়ে প্রথমবারের জন্য ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে। সেখানেই বিশেষ দায়িত্ব পাওয়া যাবে ভারতের সাবেক অধিনায়ককে।

বিশেষ ধরনের এই বিশ্বকাপ টুর্নামেন্টে ভারতের শুভেচ্ছাদূত করা হয়েছে সৌরভকে। ৭ মে লর্ডসে বসতে চলেছে টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালের দিন লর্ডসে উপস্থিত থাকতে পারেন মহারাজ। শনিবার কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভকে টুর্নামেন্টের ভারতীয় শুভেচ্ছাদূত বলে ঘোষণা করা হয়।

পথ শিশুদের নিয়ে এই বিশ্বকাপের আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক স্বেচ্ছাসেবী সংস্থা। দশ দেশের দল নিয়ে প্রথমবারের জন্য বিশেষ ধরনের এই বিশ্বকাপ হতে চলেছে। পথশিশুদের নিয়ে হতে চলা এই বিশ্বকাপে ছেলেদের পাশাপাশি ভারতীয় দলে খেলবে মেয়েরাও।

বিশ্বকাপের শুভেচ্ছাদূত হয়ে মহারাজ বলেন, অভিনব উদ্যোগে সামিল হতে পেরে সম্মানিত। খেলার মধ্যে দিয়ে শিশুদের সঠিক বিকাশ ঘটে। পথশিশুদের নিয়ে ক্রিকেট বিশ্বকাপ সত্যিই নতুন ভাবনা। উদ্যোগকে সাধুবাদ জানাই। -আজকাল থেকে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া