adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

`একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গানের শিল্পি আকবর অসুস্থ, কথা রাখেননি অভিনেতা জায়েদ খান

বিনােদন ডেস্ক : ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত গায়ক আকবরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন শিল্পীর স্ত্রী কানিজ ফাতেমা সীমা।

তিনি বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন রোগে আক্রান্ত আকবর। মাঝে হাসপাতালে ভর্তিও হয়েছেন। এখন করোনা পরিস্থিতির কারণে বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। কিছুদিন ধরে ফের অবস্থার অবনতি হয়েছে।’

এদিকে গত এপ্রিলের শেষের দিকে গণমাধ্যমে আকবরের অসুস্থতার খবর শোনার পর নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট নিয়ে আকবরের মিরপুরের বাসা যান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

সেইসঙ্গে অসুস্থ আকবরের চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দেন সাংবাদিকদের কাছে। তখন আকবরকে নগদ ১০ হাজার টাকা তুলে দেন এবং একবার ডাক্তার দেখানোর ব্যবস্থাও করে দেন, পরে আর খোঁজ নেননি।

আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, ‘জায়েদ ভাইকে প্রায় এক মাস ধরে নিয়মিত ফোন দিচ্ছি। আজকেও (বৃহস্পতিবার) কয়েকবার ফোন দিয়েছি, তিনি ফোন ধরেন না। গত এপ্রিল মাসে আমাদের সঙ্গে দেখা করার পর একবার ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিয়েছিলেন, পরে ডাক্তারের রিপোর্ট আসার পর তাকে ফোন দিয়েছি, তিনি ফোন ধরেন না।’

আকবরের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর অফিস থেকে ২০ লাখ টাকার একটি অনুদানের সঞ্চয়পত্র দেওয়া হয়েছে, যেখান থেকে প্রতি তিন মাস পর পর ৪৯ হাজার টাকা তুলতে পারেন। এই টাকাতে চিকিৎসার খরচ মেটানো যাচ্ছে না বলে জানান কানিজ ফাতেমা।

তিনি বলেন, ‘এর আগে একবার লোনের টাকা নিয়ে ভারতে গিয়ে চিকিৎসা করিয়েছি। আবার ভারতে নিয়ে যেতে চাই। সঞ্চয়পত্রের টাকা ভাঙানো যাচ্ছে না। তিন মাস পর পর যে টাকা আসে, সেটা দিয়ে চিকিৎসার খরচ মেটানো যাচ্ছে না। প্রধানমন্ত্রীর অফিসে যোগাযোগ করে চেষ্টা করছি সঞ্চয়পত্রটা ভাঙানো যায় কিনা। এই টাকাটা তুলতে পারলে ভারতে নিয়ে যাব।’

কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী গাজী। সবার কাছে তিনি আকবর নামে পরিচিত।

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচারিত এই গান তাকে আলোচনায় নিয়ে আসে। এরপর ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি দেশে ও দেশের বাইরের দর্শক-শ্রোতাদের কাছে তাকে পরিচিত করে তোলে।

সাত বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন আকবর। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, রক্তের প্রদাহসহ নানা রোগ। তাই আগের মতো এখন আর স্টেজ শো করতে পারেন না। সর্বশেষ গান গেয়েছেন ১১ জানুয়ারি, সাভারে। এরপর থেকে বিছানায়। আজ বৃহস্পতিবার আকবর ফেইসবুকে লিখেছেন, ‘আমি খুবই অসুস্থ। সবাই আমার জন‍্য দোয়া করবেন।’

আকবরের স্ত্রী বলেন, ‘আগে থেকেই আকবর ডায়াবেটিসে আক্রান্ত, এখন বেড়েছে। কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। দুই বছর ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা করাচ্ছি। কিন্তু এখন অবস্থা এমন পর্যায়ে, হাতে কোনো টাকা নেই। সাত মাস ধরে তো করোনার কারণে আমাদের আয়-উপার্জন একেবারেই বন্ধ, যার জন্য আর্থিক সংকটে পড়তে হয়েছে। এখন ঔষুধ কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।’

যশোর শহরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে। সেখানে টুকটাক গান করতেন। তবে গান নিয়ে ছোটবেলা থেকে হাতেখড়ি ছিল না। আকবরের ভরাট কণ্ঠের গানের কদর ছিল যশোর শহরে। সে কারণে স্টেজ শো হলে ডাক পেতেন। ২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর।

বাগেরহাটের একজন আকবরের গান শুনে মুগ্ধ হন। তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে। ওই বছর ‘ইত্যাদিতে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’-কিশোর কুমারের এই গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া