adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে রিজভীর আহ্বান – রাজনীতি থেকে দ্রুত অবসর নিয়ে গ্রামে চলে যান

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে দ্রুত অবসর নিয়ে গ্রামে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

‘রাজনীতি থেকে অবসরের পর গ্রামে চলে যাবেন’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে বিএনপি নেতা এ কথা বলেন। বুধবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি।

রিজভী বলেন, পত্র পত্রিকায় আজ একটি খবর দেখে চমকে উঠলাম-প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বলেছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন-রাজনীতি থেকে অবসর গ্রহণ করে বাকি জীবনটা কাটাবেন তার পূর্বপুরুষের টুঙ্গিপাড়ার গ্রামে। আমি প্রধানমন্ত্রীকে বলব-খুব ভালো খবর। জনগণ সেই মাহেন্দ্র দিনের ক্ষণগণনা শুরু করেছে।’
‘কবে আসবে সেই সুখবর যে আপনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। আমরা সেই তারিখটা জানতে চাই।’

‘আমরা বিনীতভাবে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো-আপনি অবসর গ্রহণের সিদ্ধান্তটি দ্রুত কার্যকর করুন। খুব তাড়াতাড়ি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। দেশের জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই মূহুর্তে মুক্তি দিন। দেশের সাধারণ জনগণ ও গনতন্ত্রকে মুক্তি দিন। মানুষের ক্ষোভ ও ধিক্কার থেকে নিজেকে হেফাজত করুন। জনগণের ঘাড়ে আর অশরীরি জ্বীনের মতো জবরদস্তি করে চেপে বসে থাকবেন না। অনেক হয়েছে। এবার রেহাই দিন।’

তবে প্রধানমন্ত্রী অবসর নিয়ে গ্রামে ফিরবেন বলে মনে করেন না রিজভী। কারণ ব্যাখ্যা করে বলেন, ‘দেশের জনগণ আজ পর্যন্ত শেখ হাসিনার কোন কথার সত্যতা খুঁজে পায়নি। মানুষ এখন মনে করে তিনি যেটা বলেন, করেন সেটির উল্টোটা।’
‘আমরা দেখেছি তিনি বিভিন্ন অনুষ্ঠানে রসিকতা করেন, কখনো কাঁদেন, কখনো হাসেন, কখনো গান করেন। হরেক রকমের কথা বলেন। তিনি মদিনা সনদে দেশ পরিচালনার অঙ্গীকার করেন। তিনি মানুষের বিশ্বাসের জায়গাটা পুরোপুরি নষ্ট করে দিয়েছেন।’

‘এর আগে ১৯৯৬-২০০১ এ প্রধানমন্ত্রী থাকাকালে আপনি ঘোষণা করেছিলেন ৫৭ বছর বয়সে আপনি রাজনীতি থেকে অবসর নেবেন। গত বছরেরর ২৭ সেপ্টেম্বর আপনি ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন। আর আট মাস পরে আপনার ৭৩তম জন্ম বার্ষিকী পালিত হবে। তাহলে আর কত বছরে ৫৭ বছর বয়স হবে?’- প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন রিজভী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া