adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ.আফ্রিকায় বর্ণবাদী মন্তব্য করে চরম বিপাকে পাকিস্তানি অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আন্দিলে ফেলুকোয়াওয়েরে বিপক্ষে বর্ণবাদী মন্তব্যের কারণে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ গুরুতর সমস্যায় পড়তে পারেন। পাকিস্তান-সাউথ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলার সময় সরফরাজের করা মন্তব্য স্ট্যাম্প মাইকে ধরা পড়ার পর সরগরম ক্রিকেটাঙ্গন।

বুধবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছিল দুই দল। ঘটনা সেই ম্যাচের ৩৭তম ওভারে। শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত এক ডেলিভারিতে ইনসাইডএজ হয়ে কোনমতে বেঁচে যান ফেলুকোয়ও। তখনই উইকেটের পেছনে থাকা সরফরাজ বাজে মন্তব্য করেন।

চরম ব্যাটিং ব্যর্থতার পরও ম্যাচে প্রথম ব্যাট করে ২০৩ রান করে পাকিস্তান। বল হাতে ৮০ রানে সাউথ আফ্রিকার ৫ উইকেট তুলে নিয়ে জয়ের আশাও জাগিয়েছিল সফরকারীরা। কিন্তু এরপরই ভ্যান ডার ডুসেনের সঙ্গে ১২৭ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জেতান ফেলুকোয়ও। বল হাতেও চার উইকেট নেন তিনি। ব্যাটে ৮০ বলে অপরাজিত থাকেন ৬৯ রানে। ডুসেন করেন অপরাজিত ৮০ রান। শেষ পর্যন্ত প্রোটিয়ারা ৫ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরায়।

শুরুতে পাঁচ উইকেট তুলে নিয়ে পরে ক্যাচ মিস, রিভিউতে ফেলুকোয়ও’র বেঁচে যাওয়া। এসবকিছু নিয়ে বেশ হতাশ ছিলেন পাকিস্তানি খেলোয়াড়রা। অধিনায়ক হিসেবে সরফরাজ একটু বেশিই হতাশ ছিলেন।

এসময় শাহিন আফ্রিদির বলে ফেলুকোয়ও বেঁচে যাওয়ায় উর্দুতে সরফরাজ বলেন, ‘আবে কালে, তেরি আম্মি আজ কহন বহেন হায়? কি পারওয়া ক আয়ে হ্যায় আজ?’

যার বাংলা করলে দাঁড়ায়, ‘আরে কালো ম্যান, তোমার মা আজ কোথায় বসে আছেন? তুমি কি তাকে তোমার জন্য প্রার্থনা করতে বললে?’

এই ঘটনা পাকিস্তান দলে বিপর্যয় বয়ে আনতে পারে, এমনকি প্রোটিয়া সফরের বাকি সময়টা সরফরাজকে ছাড়াই খেলতে হতে পারে তাদের।

কারণ, আইসিসির বর্ণবাদবিরোধী আইন অনুযায়ী কোনো খেলোয়াড় বা সহায়তা কর্মী প্রথমবারের মতো এমন অপরাধে দোষী সাব্যস্ত হলে চার থেকে আট ম্যাচ স্থগিতাদেশের শাস্তি পাবে, চার থেকে আটটি ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচে এই স্থগিতাদেশ পেতে পারে। – ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া