adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংলিশ লিগে দুর্বল ব্রাইটনের কাছেও হেরে গেলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক : সময়টা একদমই ভালো যাচ্ছে না চ্যাম্পিয়ন লিভারপুলের। একের পর এক হার যেনো তাদেও কাছে নিত্য নৈমত্যিক ঘটনা। কিছুদিন আগে টানা ব্যর্থতার পর দুই অ্যাওয়ে ম্যাচে জয়ের দেখা পেলেও ঘরের মাঠে হারের বৃত্তেই বন্দি লিভারপুল। বার্নলির পর এবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে হেরে গেছে ইয়ুর্গেন ক্লপের দল।

অ্যানফিল্ডে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে লিগ টেবিলের নিচের দিকের দলটি।
গত নভেম্বরে লিভারপুলকে ঘরের মাঠে পেয়ে ১-১ গোলে রুখে দিয়েছিল ব্রাইটন। শিরোপাধারীদের এবার আরও বড় ধাক্বা দিল তারা।

প্রিমিয়ার লিগে ঘরের মাঠে টানা ৬৮ ম্যাচ অপরাজিত থাকার পর গত ২১ জানুয়ারি তারা বার্নলির বিপক্ষে হেরে বসে ১-০ গোলে। পরের দুই রাউন্ড প্রতিপক্ষের মাঠে জেতার পর এবার হারল ব্রাইটনের কাছে। আট বছর পর লিগে এই প্রথম ঘরের মাঠে টানা দুটি ম্যাচ হারল লিভারপুল। ২০১২ সালের সেপ্টেম্বরে সবশেষ তারা টানা হেরেছিল আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।

শিরোপা ধরে রাখার অভিযানে একটু একটু করে পিছিয়ে পড়া লিভারপুল ২২ ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পেল। ১১ জয় ও সাত ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে তারা। দিনের প্রথম ম্যাচে বার্নলিকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করে ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭। আর অসাধারণ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠেছে ব্রাইটন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া